এই মনুষ্য জীবন তিনি আর চাননি, চেয়েছেন পাখি হতে। শালিকের মতো গৃহস্থলীর বাড়ির উঠানে কিচির-মিচির করে ঘুরে বেড়াতে। চেয়ಞেছেন, খোলা আকাশে মুক্ত হয়ে উড়তে। তবে সেটা এজন্মে আর নয় পরজন্মে। অকালেই চলে গেলেন অভিনেত্রী নিশাত আরা আলবিদা। হ্যঁ, চিরকালের মতো পরিবার, প্রিয়জন, অনুরাগীদের༺ ‘আলবিদা’ জানালেন বাংলাদেশের নিশাত।
কিন্তু কেন অকালে চলে যেতে হল নিশাত আরা আলবিদাকে? কারণট♓া ডেঙ্গি। এই মশা বাহিত রোগের থাবা গিয়ে পড়েছে বাংলাদেশেও। আর সেটাই কেড়ে নিল নিশাতের তরুণ প্রাণ। মৃত্যুর পর ভাইরাল হয়েছে নিশাত আৎা আলবিদার শেষ ফেসবুক পোস্ট ও ক্যাপশান। যেখানে তিনি লিখেছিলেন ‘পরের জন্মে শালিক হব।’
আরও পডꦦ়ুন-সিদ্ধার্থের মৃত্যুর ২ বছর পার, অনুরাগী🌱দের চোখে এখনও জল, কিন্তু শেহনাজ কি ভুলে গেলেন?
নিশাত আরা আলবিদার জন্ম বাংলাদেশের নাটোরে।💙 গত দু'বছর অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আর সেকারণেই মায়ের সঙ্গে ঢাকাতে থাকতেন। ইচ্ছে ছিল নামী নায়িকা হওয়ার। 'থিয়েটারিয়ান' নামে একটি নাটকের দলের সঙ্গে নিয়মিত ওয়ার্কশপও করতেন নিশাত। অভিনেত্রীর মৃত্যুর খবর জানান, তাঁর বন্ধু মহম্মদ হৃদয়। কিছুদিন আগেই জ্বর হয়েছিল অভিনেত্রীর। ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। নিজেই হাসপাতালের ছবিও পোস্ট করেছিলেন বাংলাদেশের এই অভিনেত্রী। তখনও কে-ই বা জানত জীবনের শেষ পরিণতির দিকে এগোচ্ছেন তিনি। তবে তিনি কি কিছুটা বুঝেছিলেন?আর তাই কি ফেসবুকে শেষ প্রোফাইল পিকচারের ক্যাপশানে শালিক হওয়ার ইচ্ছে প🏅্রকাশ করেছিলেন?
এদিকে জানা যাচ্ছে, নিশাত এইচএসসির পরীক্ষার্থী ছিলেন।ꦚ তবে ডেঙ্গির ক🌠ারণেই সেই পরীক্ষা তিনি দিতে পারেননি। জানা যাচ্ছে, বাড়িতে থেকেই নিজের চিকিৎসা করাচ্ছিলেন তরুণী অভিনেত্রী। ভেবেছিলেন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তবে পরে প্লেটলেট কমতে থাকলে, অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় নিশাতকে। এত অল্প বয়সে অভিনেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না শুভাকাঙ্খীরা।