ভালো নেই বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ‘দাদার কীর্তি’র স্রষ্টা। রয়েছেন অক্সিজেন সাপোর্টে। শুরুতে কিডনির সমস্যা দেখা গিয়েছিল শরীরে। গত দু-দশক ধরেই কিডনিজনিত সমস্যা রয়েছে প্রবীণ পরিচালকের। বয়স বেশি হওয়ায় হাসা💝পাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেইমতো এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তরুণ মজুমদার। তবে সোমবার তাঁর পরিস্থি𒁏তি আচমকা বিগড়ে যায়। এই মুহূর্তে হাসপাতালে সিসিইউ ব্লকে চিকিৎসাধীন তিনি।
সেপটিসেমিয়াতে আক্রান্ত তরুণ মজুমদার। রয়েছে বয়সজনিত একাধিক সমস্যা। হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে না, ফুসফুসে রয়েছে সংক্রমণ। ജতাঁর চিকিৎসায় চারজনের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল এবং ইএনটির সুদীপ দাস। গলায় সমস্যা থাকায় মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইএনটি-র চিকিৎসক।
মঙ্গলবꦅার রাতে চিকিৎসকরা জানান, সংকটজনক হলেও এখনও স্থিতিশীল তরুণ মজুমদার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন নবতিপর পরিচালক। তরুণ মজুমদারের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টলিউড। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, ‘খবরটা শোনবার পর থেকেই চিন্তায় আছি। ওঁনার দ্রুত আরোগ্য কামনা করছি’।