পুনম পান্ডে ক্যানসার সচেতনাতা ছড়াতে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে যে ‘ছেলেখেলা’ করেছেন, তার নিন্দে এখন চতুর্দিকে। কার্যত এত অল্প বয়সে, একজন অভিনেত্রীর মৃত্যুর খবর, তাও আবার ক্যানসারের মতো মারণ রোগে, কষ্ট দিয়ꩵেছিল দেশবাসীকে। কিন্তু পরেরদিন এসে যখন ভিডিয়ো বার্তায় পুনম জানালেন, ‘তিনি জ্যান্ত’, তখন বাড়তে থাকে ক্ষোভ। প্রশ্ন উঠতে থাকে, সার্ভাইকাল ক্যানসার নিয়ে সচেতনাতা প্রচারের নামে পুনম নিজেরই প্রচার করলেন না তো?
তবে চারদিকে যখন পুনম পান্ডের ‘ডেট-স্টান্ট’ নিয়ে সমালোচনা, তখনই সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়ালেন বাংলার গায়ক শিলাꦛজিৎ। বেশ দীর্ঘ নোট ভাগ করে নিলে🥃ন তিনি ফেসবুকে।
শিলাজিৎ লিখেছেন, ‘পরম পূজনীয় পুনম আপনার সাথে আমার আলাপ নেই। আপনি কী কী কাজ করেছেন আমি জানি না। কিন্তু আপনার এই ꦰখেলাটা আমার দারুণ লেগেছে। ম্যাডাম আপনাকে প্রণাম। আপনি যে থাপ্পড়টা মারলেন। বড় বড় সেয়ানাদের আপনি জাস্ট বিষ দাঁত ভেঙে দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনি এটা জ্ঞানত করেছেন এবং বেশ করেছেন।’
এরপরই শিলাজিৎ-এর সমালোচনার মুখে সংবাদমাধ্যম 𒆙। লিখলেন, ‘ফ্রন্টলাইন মিডিয়ার আসল কঙ্কালসার চেহারা আপনি এক্স রে করে দেখিয়ে দিয়েছেন।এরা যে কতটা ঝুরঝুরে বালির মত আসলে, সেটা আপনি চোখে ছুরি মেরে বুঝিয়ে দিয়েছেন। আমি ভাবছি কালকে প্রিন্ট মিডিয়াগুলো কি করবে। যারা ঠিক করে দিত কারা গুরুত্বপূর্ণ, কারা প্রাসঙ্গিক, কারা নক্ষত্র.... তাদের এরকম হ্যাটা কেউ করেনি। কী লিখবে ওরা, ভুলবশত ছেপেছে, নাকি লিখবে... পড়তে হবে ‘পুনম পান্ডে ম𝓀ারা গেছেন’-এর জায়গায় ‘পুনম পান্ডে মারা যান নি’ এটা পড়তে হবে....’।
আরও পড়ুন: গ্র্যামি 𒊎অ্যাওয়ার্ড পেলেন শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন! বিশ্বমঞ্চে জয়জয়কার ভারতের
ফের একবার শিলাজিতের গলায় পুনমেরই স্তুতি। নিজের পোস্টে জুড়েছেন, ‘আপনাকে সেলাম, আপনি আমাকে না চিনেও, না জেনেও, আমার মত অনেকের ভেতরে লুকিয়ে থাকা বিপ্লবটা করে দিয়েছেন। এর জন্য আপনাকে কোনও ঘোষিত রাজনৈতিক দলে যোগ দিতে হয়নি। এখনও পর্যন্ত। কাল কী হবে জানি না। আপনি 𝓰কত টা এফেক্টিভ হবেন জানি না। কিন্তু আপনি যা করলেন এটা আমি বিপ্লব বলে বুঝলাম। আগামীকাল সেটা কী হবে? পতাকা? প্রতীক? পার্টি? না প্রপার্টি? জানি না🌱। কিন্তু ইতিহাস হল…’
আরও পড়ুন: পুজোর🧸 ছবি ঘোষণা করলেন দেব! খাদান না টেক♊্কা, আসছে কোনটা?
নেটপাড়ার কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে শিলাজিতের এহেন পোস্ট। একজন লিখেছেন, ‘সব বুঝলাম, কিন্তু বাংলায় শিলাজিৎ মারা গেছেন শুনলে শুধু বাঙালিই সত্যি সত্যি হাহাকার করে কাঁদবে বাকি ভারত সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করবে না। অথচ হিন্দি-ভাষী কেউ মরলে বা না মরে বেঁচে উঠলে আপামর বাঙালির কত আলোচনা কত পোস্ট।’ অপর আরেকꦗজন লিখলেন, ‘এবার একে একে রাজনৈতিক পার্টি থেকে পার্টি join করবার জন্য লাইন পড়বে পুনমের দরজায়’।
আরও পড়ুন: হারালেন একে-অপরের চোখে! বিজ্ঞাপনের শ্যুটে রোম্যান্ট𒈔িক সৌরভ-ডোনা, ছবি ভাইর♕াল
তৃতীয়জনের মন্তব্য, 🦩‘এই তো হল গুরু….!! এই জন্যই তোমাকে ভালোবাসি’। চতুဣর্থজন মন্তব্য বিভাগে লিখেছেন, ‘এসব নতুন কিছু নয়। তিরিশ বছর আগে থেকে ইন্টারন্যাশনাল মিডিয়ায় ডেথ স্টান্ট চলছে। এসব করার জন্য আলাদা প্রশিক্ষিত পি আর টিম থাকে। যেটা উন্মুক্ত হয়েছে সেটা হল ভারতীয় শিক্ষিত কনসিউমারও আসলে অশিক্ষিত।’