মঙ্গলবার ভোর পাঁচটা। হাওড়া ব্রিজে রীতিমতো জটলা। কাকভোরে শহর কলকাতার ঐতিহ্যশালী ব্রিজে হাজির ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ান। সোমবার সন্ধ্যেতেই ‘ভুলভুলাইয়া ৩’-র শ্যুটিংয়ে তিলোত্তমায় পৌঁছেছিলেন কার্তিক, এদিন সকাল থেকে শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। আরও পড়ুন-‘আমার জীব🍃নে একটাই দিশা…’, জোไড়া লাগছে ভাঙা প্রেম? এসব কী বলে ফেললেন টাইগার
মাথায় কালো বান্ডানা। পরনে কালোꦏ রঙা আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা এবং চোখে রোদচশমা- চেনা বেশে হাওড়া ব্রিজে বাইকের উপর ধরা দিলেন কার্তিক। বলিউডের জেন ওয়াই সুপারস্টারের পাশে নীল রঙা ককটেল শর্ট ড্রেসে বসে রয়েছেন এক সুন্দরী। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিকের নায়িকা তৃপ্তি দিমরি, রয়েছে বিদ্যা বালানও। তবে এই সুন্দরী কে?
কার্তিকের এনফিল্ডের পাশের সাইডকারে বসে থাকা লাস্যময়ী আর কেউ নন বঙ্গতনয়া প্রান্তিকা দাস। হ্যাঁ, কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া ৩-তে অভিনয় করছেন বাংলার মেয়ে প্রান্তিকা, ছবিতে কার্তিকের সঙ্গে ত্রিকোণ প্রেমের গল্পে থাকছেন তিনি। সে কথা শ্যুটের ফাঁকে হিন্দুস্তান টাইমস ব🐓াংল𒁏াকেই প্রথম জানালেন অভিনেত্রী।
বছর দুয়েক আগে ‘মিকা দি বোটি’ রিয়ালিটি শো-তে অংশ নিয়ে চর্চায় উঠে এসেছিলেন প্রান্তিকা। ভুলভুলাইয়া ৩-র প্রসঙ্গ তুলতেই নায়িকার গলায় উত্তেজনা। বললেন, ‘দারুণ অভিজ্ঞতা। খুব এক্সাইটেড। কার্তিকের সঙ্গে প্রথম দেখার গল্পটা বলি। আ🐎জকে খুব ভোরে কলটাইম ছিল। স্বাভাবিকভাবেই সবাই একটু হালকা মিসহ্যাপে ছিলাম। পুরো ইউনিট তাড়া দিচ্ছে, কার্তিক বাইক নিয়ে রেডি। একজন এসে আমাকে বলল- কার্তিক তোমার জন্য অপেক্ষা করছে। আমি তো নিজেকে চিমটি কেটে বললাম, এটা স্বপ্ন নয় তো! নেমে এসে দেখলাম ওই চেনা কালো বান্ডানা পরে কার্তিক। আমি বাইকে বসে বললাম, হাই আমি প্রান্তিকা। ও হাত বাড়িয়ে বলল- আমি কার্তিক! আমি তো বললাম হ্যাঁ, নিশ্চয় আমি জানি সেটা। খুব ভালো মানুষ। সিনটা নিয়ে আমরা আলোচনা করলাম। সেইভাবেই আমাদের ভুলভুলাইয়া ৩-র সফর শুরু হল।’
সুখবরটা মঙ্গলবার সকালের আগে কাউকে জানতে দেননি প্রান্তিকা। এমনকী নিজের পরিবারের কাছꦬে দিন তিনেক আগে পর্যন্ত গোপন রেখেছিলেন সবটা। হাসিমুখে বললেন, ‘মাকে বল🎀ার পর বলছে, তুই কিছু খেয়ে আছিস নাকি! বিশ্বাসই করতে চায়নি। ভাবুন তাহলে!’
প্রান্তিকা বললেন, ‘এটা কার্তিকের প্রথম শ্যুট। ও জানালো আগেও এখানে এসেছে, তবে শ্যুটিং করা হয়নি। ব্যাপারটা নিয়ে ও খুব উত্তেজিত।’ ক্লাস থ্রি-তে ভুলভুলাইয়া দেখেছিলেন অভিনেত্রী। নস্টালজিয়া ঝরে পড়ল তাঁর কন্ঠে। পরিচালক অনিজ বাজমি প্রতিটা দৃশ্য হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন, ✤বললেন অভিনেত্রী। কীভাবে ভুলভুলাইয়া ৩-তে অভিনয়ের সুযোগ এল প্রান্তিকার কাছে?
প্রান্তিকা জানালেন,⛎'মুকেশ ছাবরা কলকাতায় এসেছিলেন কাস্টিং করতে। শুধু অভিনেতারাই নয়, প্রচুর নন-অ্যাক্টররাও এসেছিলেন। ৩০ জনের পিছনে আমি দাঁড়িয়েছিলাম। ওখানে কোনও সোর্স কাজে আসে না। আমি তখনও জানতাম না কোন প্রোজেক্টের জন্য অডিশন চলছে, ভেবেছিলাম হয়ত কোনও বিজ্ঞাপ꧋নের শ্যুটও হতে পারে। দু-সপ্তাহ পর আমার কাছে একটা ফোন আসে। জানানো হয়, আপনার কাস্টিং চূড়ান্ত হয়ে গিয়েছে। কার্তিক আরিয়ানের সঙ্গে আপনি ভুলভুলাইয়া ৩ করছেন। আমার তো বিশ্বাসই হয়নি।'
দু থেকে তিনদিন কলকাতায় শ্যুটিং হচ্ছে ভুলভুলাইয়া ৩-র। শ্যু🐭টিংয়ের কাজে মুম্বইও যেতে হতে পারে প্রান্তিকাকে। নিজের চরিত্র নিয়ে কিছু ভাঙতে না-রাজ প্রান্তিকা। বললেন, ‘চরিত্র নিয়ে আমার পক্ষেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ কিছু বলা সম্ভবপর নয়। এইটুকু বলব, একটা লাভ ট্রায়াঙ্গেল আছে, সেখানে আমি আর কার্তিক রয়েছি। সঙ্গে বিরাট একটা টুইস্ট রয়েছে। কার্তিকের সঙ্গে আমি এই যে বাইকে চড়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই মিস্ট্রি। এরপর গল্পটা একদম অন্যদিকে ঘুরে যাবে। পুরোটা জানতে হলে সকলকে দিওয়ালি পর্যন্ত অপেক্ষা করতে হবে’।