আবারও ইন্টারনেটে নিজের জলওয়া দেখালেন উরফি জাভেদ। ইনস্টাগ্রামের নতুন সেনসেশন বিগ বস ওটিটির এই প্রতিযোগী। নিত্যনতুন কারনামা করে প্রতিদিনই ভাইরাল উরফি, কখনও তিনি ব্রা ছাড়া পো✤শাক পরে রাস্তায় বেরিয়ে প🌌ড়েন. আবার কখনও শুধু ওড়নাকে গায়ে জড়িয়ে উর্ধ্বাঙ্গের লজ্জা নিবারণ করেন। এই নিয়ে নেটিজেনরা তাঁর দিকে রে রে ধেয়ে আসে, নির্লজ্জ, বেহায়া তকমাও জুড়ে দেয় কিন্তু উরফির তাতে বয়েই গেল। তিনি দিব্বি আছেন খোশমেজাজে।
এবার উরফির বেলি ডান্সে মজেছে অন্তর্জালের বাসিন্দরা। যৌন আবেদনে ফের একবার ইন্টারনেটের তাপমাত্রা বাড়ালেন উরফি জাভেদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উরফির বেলি ডান্সের এক ভিডিয়ো। সেখানে থাই স্লিট গোলাপি স্কার্ট আর ঝলমলে 💛ব্রালেটে ধরা দিলেন উরফি। উন্মুক্ত নাভিসহ পেট, মাখন ত্বকে ঝড় তুলছে উরফির শরীরী হিল্লোল। মেহবুবা গানের তালে তালে উরফির শরীরী মোচড় ধুকপুকানি বাড়াচ্ছে বহু পুরুষ হৃদয়ের।
খোলামেলা, সাহসী পোশাকে সর্বদাই উত্তেজনা ছড়াচ্ছেন উরফি জাভেদ। বিগ বস ওটিটি খ্যাত এই অভিনেত্রী এখন আকর্ষনের কেন্দ্রবিন্দুতে। এই অ্যাটেনশন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন উরফি। দু-দিন আগেই হেটার্সদের উদ্দেশেও কড়া বার্তা তাঁর। 🌠পোশাকের জন্য সমালোচনায় বিদ্ধ হন, তাই পোশাকে লিখেই নিন্দুকদের উরফি বললেন, ‘মাইন্ড ইয়োর ওন বিজনেস’। (নিজেদ🅺ের কাজে মন দাও)
ইনস্টাগ্রামে উরফির ফ🍒লোয়ার সংখ্যা ২০ লক্ষ ছুঁইছুঁই। দিল্লির এই ফ্যাশন ডিজাইনরা দীর্ঘ সময় ধরেই শোবিজ দুনিয়ায় স্ট্রাগল করছিলেন, তবে ব𓂃িগ বস তাঁর ভাগ্য পালটে দিয়েছে। আর পিছনে ফিরে তাকাতে চান না উরফি।