বলিউডে বায়োপিকের বিষয়টা তেমন নতুন কিছু নয়। হামেশাই কোনও না কোনও অভিনেতা, অভি🦩নেত্রী বা ঐতিহাসিক চরিত্র বা খেলোয়াড়দের জীবনীকে বড় পর্দায় তুলে ধরা হয় থাকে𒉰। তেমন ভাবেই এবার বড় পর্দায় আসছে ৪০ এর দশকের অন্যতম বিখ্যাত অভিনেত্রী মধুবালার জীবনী।
মধুবালার বায়োপিক আসছে
জানা গিয়েছে এবার তৈরি হচ্ছে মধুবালার বায়োপিক। আর এই ছবিটি বানাচ্ছেন জসমীত কে রীন। তিনি ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেত্রীর জীবনীকে এবার সেলুলয়েডের পর্দায় তুলে ধরবেন। ঘোষণা হল সেই ছবি𝔍র কথা।
আরও পড়ুন: হাইহিল পরে ফাগুনের মোহনায়! বোহো পোশাকে দোলের আগে নতুন গানে নজর কাড়লেন নন্দী সিস্টার্༒স
আরও পড়ুন: বিশ বাঁꦛও জলে রামায়ণ! শুরুর আগে চম্পট দিলেন প্রযোজ🎶ক! এবার কী হবে রণবীরের ছবির?
সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন এই ছবির প্রযোজনা করবে। তাঁদের তরফেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় এই ছবির কথা। লেখা 💫হয়, ' আমরা আমাদের আগামী ছবির কথা ঘোষণা করতে পেরে দারুণ খুশি এবং উত্তেজিত। এই ছবিটি তৈরি হচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে শ্রদ্ধা জানাতে,🐬 তাঁর সৌন্দর্য এবং প্রতিভা উঠে আসবে এই ছবিতে। বলিউডের এই আইকনিক তারকার জীবনের গল্প জানতে প্রস্তুত হয়ে যান।' একই সঙ্গে জানানো হয় দ্রুত এই ছবিটি আসতে চলেছে।
মধুবাল𒀰ার এই বায়োপিক6উঠে আসবে তাঁর জীবন থেকে শুরু করে তাঁর পেশা, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান ইত্যাদির কথা। ১৯৪৭ সাল থেকে ১৯৬০ এর দশক পর্যন্ত তিনি বলিউডের অন্যতম বিখ্যাত এবং ব্যস্ত নায়িকা ছিলেন। তাঁর সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যেত। তাঁর প্রথম ছবি ছিল নীল কমল। ১৯৪৭ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। কিদর শর্মা সেই ছবিটির পরিচালনা করেছিলেন। এই কিদর শর্মাই ছিলেন মধুবালার মেন্টর। এই ছবিতে মধুবালার বিপরীতে রাজ কাপুরকে দেখা গিয়েছিল। মাত্র ১৪ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন তিনি।
মধুবালার আসল নাম ছিল মুমতাজ জাহান 🔯বেগম দেহলভি। তিনি মহল, মুঘলে আজম, চলতি কা নাম গাড়ি, ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।
কে এই জসমীত কে রীন?
মধুবালার বায়োপিক পরিচালনা করবেন জসমীত। তিনি এর আগে আলিয়া ভাট অভিনী🍃ত ডার্লিংস ছবিটির পরিচালনা করেছিলেন। সেই ছবিটি দর্শকদের ভ𝕴ীষণ ভাবে নজর কেড়েছিল।