সোশ্যাল মিডিয়ায় একাধিক কন্টেন্ট ক্রিয়েটর তাঁদের কন𒈔্টেন্টের জোরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। কারও ফলোয়ার বেশি, কারও একটু কম। আর এক কন্টেন্ট ক্রিয়েটরদের ভক্তদের মধ্যে ঝামেলা, অশান্তি তো নিত্য ♓দিনের ব্যাপার। এই যেমন সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা বলা হয়েছে বিটকেল বাঙালি অর্থাৎ সৈয়দ শামসিল নাকি জলখাবারে বং গাই অর্থাৎ কিরণ দত্ত বা বাঁকুড়া মিমসের উন্মেষ গঙ্গোপাধ্যায়কে খেয়ে ফেলতে পারবেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুলবেন খোদ বিটকেল বাঙালি।
আরও পড়ুন: ১০ বছর পর ট্রফি জয় কেকেআরের, গর্বিত শাহরুখ লিখলেন, 'তোমাদের⭕ সবাইকে ভালোবাসি'
কী নিয়ে গোল?
যে পোস্ট নিয়ে এত সমস্যা সেখানে লেখা হয়েছে বিটকেল বাঙালি '১০ জন উন্মেষ গঙ্গোপাধ্যায়, ২০ জন কিরণ দত্তকে রোজ ব্রেকফাস্টে খে🌃য়ে নিতে পারেন।' এবার সেই বিষয়ে নিজের মতামত রাখলেন সৈয়দ।
কী বললেন সৈয়দ?
এদিন একটি ভিডিয🦋়ো পোস্ট করে এই ভাইরাল ছবির জবাব দেন সৈয়দ। তিনি বলেন, 'আমি এখানে কমেডিয়ান হতে এসেছি, রাক্ষস নয়। আমি জলজ্যান্ত মানুষ খেয়ে নেব! হয়তো বেশি খাই তাই বলে দুজনকে? কিরণকে খাওয়া যাবে, কিন্তু উন্মেষের মতো লম্বা চওড়া মানুষকে খাব কী করে?'
একই সঙ্গে তিনি এদিন মজা করে বলেন 'এই পোস্ট এত ঘুরছে যে আজ মা জলখাবারে কী খাব জিজ্ঞেস করতে বললাম ২ বং গাই ৫টা উন্মেষ। তাছাড়া রোজ এই দুজনে কী করে খাব? এ♕কদিন খাওয়ার পর পরদিন ওরা আমায় আবার খেতে দেবে নাকি?' তবে কেবল মজা নয় ত🌞িনি এদিন তাঁর ভক্তদের উদ্দেশ্যে বার্তাও দেন যেন তাঁরা এই ধরনের পোস্ট না বানান। তাঁর মতে তাঁরা সকলেই মানুষকে মজা দিতে এসেছেন। সবার আলাদা আলাদা ফ্যান বেস আছে। সবাই নিজের মতো কন্টেন্ট বানান।
আরও পড়ুন: সুপারস্টার সিঙ্গার ৩ এ আসছেন উদিত, শ্যুটিং সেরেই বললেন, 'আজকালকার বাচ্চারা পুরো কমপিউটার!🎉'
প্রসঙ্গত বিটকেল বাঙালি অর্থাৎ 🐽সৈয়দ শামসিল বং গাই কিরণ দত্ত এবং উন্মেষ গঙ্গোপাধ্যায়ের বা🌄ঁকুড়া মিমস পেজের তুলনায় অনেকটাই নতুন। নবাগত বলা চলে এই ফিল্ডে। তবুও অল্পদিনে তিনি নজর কেড়েছেন তাঁর কন্টেন্ট দিয়ে। ইতিমধ্যেই তাঁর ফলোয়ার সংখ্যা সাড়ে ছয় লাখ মতো। অন্যদিকে বং গাই অর্থাৎ কিরণ দত্ত বাংলার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম পথপ্রদর্শক বলা চলে। বাঁকুড়া মিমস পেজটিও তাই। তাঁদের দুজনেরই বহু ফলোয়ার। উন্মেষ তো ইতিমধ্যেই কন্টেন্ট বানানোর পাশাপাশি একাধিক মিউজিক ভিডিয়ো, বিজ্ঞাপন, ইত্যাদিতে কাজ করে ফেলেছেন।