সিনেমা🍌টা দেখে ভাবছি এটা কী দেখলাম! মানে কী আশা করেছিলাম আর এটা কী বেরোল! এইভাবে কেউ ধোঁকা দেয় অ্যাঁ? কোন ছবি? রাজা চন্দের নতুন ছবি ‘বিয়ে বিভ্রাট’। পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং লহমা ভট্টাচার্য অভিনীত এই ছবি আজই মুক্তি 🅷পেয়েছে। চলুন দেখা যাক আমার কেমন লাগল!
বিয়ের মরশুম চলছে, তাই এমন সময়কেই বোধহয় পরিচালক মহাশয় ছবি মুক্তির জন্য বেছে নিলেন। যাক গে, এবার আসল কথায় আসি। বয়স বাড়লে বাবা মায়েদের ছেলে মেয়েদের বিয়ে নিয়ে চিন্তা বাড়ে। আর বাবা যদি রাগী হন তাহলে তো কথাই নেই! তখন আর ছেলে মেয়েকে প্রশ্নও নয়, সোজা বিয়ে ফাইনাল করে। তেমনই কিছু ঘটেছিল এই ছবির নায়িকা মোহরের (লহমা ভট্টাচার্য) সঙ্গে। সে পেশায় একজন ইন্টিরিয়র ডিজাইনার। তাকে একটা সময় গান শেখাত চন্দ্রমৌলি হাজরা, বাড়ি বর্ধমান। ওহ! সরি, মানে সিনেমায় এমনই বলেছিলেন পরমব্রত আর কী! কিন্তু সেই মহাশয় এতই 🌄ভীতু আর নিপাট ভালো মানুষ যে ভয়ের চোটে প্রেমিকার বাবাকে কিছুই বলতে পারেনি। অগত্যা তাকে বাইপাস করে সিনে এন্ট্রি নেন আবির। না ভুল বললাম জনপ্রিয় ইউটিউবার তথা ইনভেস্টমেন্ট ব্যাংকার শাক্যজিৎ সোম, ওরফে শাক্য। এই ত্রয়ীকে নিয়েই এই প্রেম কাহিনি। কার গলায় মালা দেবেন লহমা, পরম নাকি আবির, বাংলার ‘হাম দিল দে চুকে সনম’ হবে নাকি এই ছবি? এই সমস্ত উত্তর পেতে গেলে হলে যেতে হবে। তবে এটুকু বলতে পারি শেষ দৃশ্যে কোথায় যে ছিটকে গিয়ে পড়বেন নিজেও বুঝবেন না। এত বড় টুইস্ট কেউ দেয়!
আচ্ছা এবার আসি অভিনয়ে, পরমব্রত চট্টোপাধ্যায় আর আবির চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব ফাটাফাটি। দুজনের অভিনয়ও তুখোড়। সেটা নিয়ে নতুন করে কীই বা আর বলি। তবে সুন্দরী লহমা কিন্তু বেশ কিছু জায়গায় এক্সপ্ﷺরেশনলেস, বলা ভালো একটু যেন বেশি কনসাস। সেই কিছু জায়গা বাদ দিলে সুদীপা বসু, রোহিত মুখোপাধ্যায় সহ সকলেই বেশ ভালো। স্বস্তিকা দত্তও ছোট্ট চরিত্রে নজর কেড়েছেন।
এই ছবি স্ক্রিপ্ট দুর্দান্ত। জোর করে হাসানোর কোনও ব্যাপার নেই। সাবলীল মজার স্ক্রিপ্ট। পরিচালনা সিনেমটোগ্রাফি সবটা মিলিয়ে পাওয়ার প্যাক পারফরমেন্স। তবে এই ছবির ক্ষেত্রে গান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন🐬 করেছে। রণজয় ভট্টাচার্যের পরিচালনায় তৈরি হওয়া প্রতিটা সিচুয়েশনের জন্য আদর্শ। তবে বিশেষ ভাবে ভালো লাগল জিয়া তুই ছাড়া।
এবার প্রশ্ন কেন দেখবেন? রাজা চন্দের পরিচালনা, পরম আবিরের মতো টলিউডের দুই হ্যান🅠্ডসাম হাঙ্কের অভিনয় বা রণজয়ের গান ছাড়া যে কারণটির কথা বলব সেটা হল শেষের চমক! আলাদাই। ‘বিয়ে বিভ্রাট’ দেখতে গিয়ে আমি বিভ্রাটে পড়েছিল🌸াম যেন!