হুগলী থেকে মুখোমুখি লড়াই করছেন রচনা বন্দ্যোপাধ্যায় আর লকেট চট্টোপাধ্যায়। দুই অভিনেত্রীকে নিয়ে বেশ কড়া টক্কর সেখানে। আর ভোট প্রচারে উঠেপড়ে লেগেছেন লকেট। প্রতিপক্ষের জন্য জমি ছাড়তে রাজি নন এক চুলও। রচনা, একসময়ে সিনেমার সহকর্মী বর্তমানে প্রতিদ্বন্দী, কতটা চাপ লাগছেও প্রশ্নে সাফ জানিয়েছেন, লোক মোদীকে দেখে ভোট দেবে তাঁকে। তাই কোনও চিন্তা করছেন না একেবারেই। প্রসঙ্গত, গত লোকস🦩ভা ভোটে এই আসন থেকে জিতেছিলেন তিনি।
তবে হঠাৎই রচনাকে ছেড়ে লকেটের নিশানায় এলেন রাজ্যের বিধা🌸য়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। ভোটের প্রচারে গিয়ে ইন্দ্রনীলের সম্পত্তি নিয়ে করলেন কটাক্ষ। কটাক্ষ হেনে লকেটকে বলতে শোনা যায়, ‘চন্দꦚননগর বিধানসভায় একজন গায়ক আছেন। উনি এখন তৃণমূলের গায়ক। মঞ্চে মঞ্চে শুধু গান গেয়ে বেড়াচ্ছেন। আর করেন দুর্নীতি, আর কোনও কাজ করেন না। মোহর নামে একটা বাড়ি বানিয়েছেন সিঙ্গুরে। এত সোনার মোহর কোথা থেকে এল, আমরাও খোঁজ রাখছি।’
আরও পড়ুন: রত্ন-খচিত নেকলেস, গাউনে বেনারসি কাজ, হোলি পার্ট♎িতে সেরা ইশা আম্বানি, দে꧂খুন ছবি
এরপর ইডি-সিবিআই-ের ভয় দেখিয়ে লকেট আরও বলেন, ‘একজন বিধায়কের কাছে এত টাকা কোথা থেকে আসে? সব খবর রয়েছে ই🌸ডি-সিবিআইয়ের কাছে। এবার যখন চন্দননগরে🌼র ঘরে ঘরে হানা দেবে, তখন বুঝবে।’
তবে লকেটের ‘অপমানজক’ বক্তব্য নিয়ে চুপ নেই মম𓆉তা-ঘনিষ্ঠ ইন্দ্রনীল। তাঁর সাফ কথা, ‘তৃণমূলের নেতা-নেত্রীরা যে কাজ করে, তাঁর প্রমাণ ব্যালেট বাক্স। বিরোধীরা অনেক কথা বলবে। আমদের উচিত সেসবে কান না দিয়ে শুধু♚ কাজ করে যাওয়া। আমরা সেটাই করছি।’
আরও পড়ুন: পিঙ্কি ব্যস্ত ছেলে নিয়ে! ‘সারা🌸ক্ষণ ঘাটে…’, কীভাবে রাত কাটছে নতু♛ন দম্পতি কাঞ্চন-শ্রীময়ীর?
তবে লকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখালেন চন্দননগর পুরনিগমের ডেপুটি 𒀰মেয়র মুন্না আগরওয়াল। একজন মন্ত্রীকে কটাক্ষ বলে কথা! সঙ্গে লকেটের উদ্দেশে তাঁর বক্তব্য, অভিনেত্রীর কথায় নাকি প্রমাণ হয়ে গেল ‘সিবিআই ও ইডি ওঁদের হাতেই আছে’।
আরও পড়ুন: জন্মদিনে জয় পেলไ না যিশু! CCL-র ফাইনালে ওঠা হল না ব🍸েঙ্গল টাইগার্সের, কত রানে হারল
এবারে তৃণমূল লোকসভা ভোটের জন্য প্রার্থী ঘোষণা করতেই, বেশ চমকে যান সকলে। মিমি, নুসরতের মতো গত ভোটের হেভি ওয়েট প্রার্থীরা সোজা বাদ। সেই জায়গায় এন্ট্রি নিয়েছেন রচনা। হুগলি থেকেই তাঁকে দেওয়া হয়েছে টিকিট। জেতার ব্যাপারে বিশেষ আশাবাদী টিভির দিদি নম্বর ১। আজ থেকে তিনি ভোটের প্রচার শুরু করছেন স🅺িঙ্গুরে।