পাঁচ দশক ধরে জুহুর বাংলোতেই থাকেন ববি 🎐দেওল ও তাঁর পরিবার। আর ওই বাংলোতেই থাকেন ধর্মেন্দ্রর পরিবারের অন্যান্য সদস্যরাও। হ্য়াঁ, এই যুগে দাঁড়িয়েও বাবা-মা, দুই ভাই ও তাঁদের স্ত্রী-সন্তানদের নিয়ে একই বাড়িতে থাকে সানি ও ববি। সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া সাক🐬্ষাৎকারে ববি তাঁর পারিবারিক বাড়ি ঘুরে দেখিয়েছেন।
ববি দেওয়াল সাক্ষাৎারের জন্য ত༒াঁর বিশাল বাড়ির দরজা খুলে দেন। জানান, ‘গত ৫০ বছর ধরে আমরা এই বাড়িতেই থাকি। সকলে, একসঙ্গে। এখানেই আমার মা-বাবা, দাদা-বৌদি, কাকিমা, কাকাতো বোন, আমার স্ত্রী ছেলে-মেয়ে সকলে একসঙ্গে থাকেন। এই বাড়ির অনেক সদস্য।’ আজকাল যৌথ পরিবার প্রায় দেখাই যায়না স্বীকার করে নিয়েও ববি দেওল বলেন, ‘আমাদের পরিবারের সকল সদস্যর মধ্যেই ভালোবাসা আছে, তাই আমরা এখনও একসঙ্গে থাকতেই ভালোবাসি।’
'দেওল' বাড়ি'
বাড়ির মধ্যে ঢুকতে দেখা গেল বিশাল বড় বৈঠকখান। যার আয়তন প্রায় একটা লনের মতো। যে বাড়ির বেশির🎀ভাগ আসবাবপত্রই কাঠের। বৈঠকখানার বেশিরভাগ দেওয়ালেই বাদামী রঙের কাঠের প্যালেট ও নানান শিল্পকর্ম দেখা গেল। গোটা বাড়ি জুড়েই রয়েছে আধুনিক ও ঐতিহ্যের মিলন। বৈঠকখানায় রয়েছে কাঠের মেঝে এবং বিশাল কাচের দরজা।
পারিবারিক ছবির সঙ্গেই রয়েছে নানান শিল্পকর্ম, হাতে আঁকা পেইনটিং আবার খোদাই করা ভাস্কর্য। বাড়িতে ঢুকলেই সেখানে আপনি একটা ঘরোয়া অনুভূতি পাবেন। লিভিং রুমে রয়েছে আরামদায়ক এল-আকৃতির সোফা, কাচের দরজা। ঘরের রং টেক্সচার, সবই একটা বেশ ক্লাসিক এবং সমসাময়িক। ড্রয়িংဣ ও লিভিং রুমের মাঝে রয়েছে বিশাল কাঠের ডিভাইডার। বাড়ির বাকি অংশটি একটি ন্যূনতম তবে সুন্দর নকশা ও সাজসজ্জা। ববি দেওল জানান, এবাড়ির সমস্ত আধুনিক সাজসজ্জা তাঁর স্ত্রী তানিয়ার হাত ধরে তৈরি।
কেরিয়ারের শুরু📖র দিকে সোলজার', 'বাদল', 'গুপ্ত', 'রেস থ্রি', 'ঝুম বারাবার ঝুম', 'আ🌞ব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথীও'র মতো হিট ছবিতে অভিনয় করেছেন ববি দেওল। সম্প্রতি রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল'-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করার পর থেকেই ফের চর্চায় রয়েছেন তিনি।
শোনা যাচ্ছে, আগামী কয়েক মা😼সের মধ্যে আলিয়া ভাটের ওয়াইআরএফ স্পাই ফিল্ম সহ বেশ কয়েকটি প্রজেক্টে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, আলিয়া ও শর্বরী অভিনীত এই ছবিতেও খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে।ꦫ