ভারত-পাকিস্তান, দুই দেশের মানুষের মধ্যে প্রেম এবং যুদ্ধের সিনেমা তো অনেক তৈরি হয়েছে বলিউডে। তবে ‘বীর-জারা’ ছিল একেবারে অন্যরকম🥀। ২০ বছর অতিক্রান্ত হলেও আজও এই সিনেমাটি ততটাই মানুষের মনের কাছাক꧙াছি রয়েছে, যতটা প্রথম দিন ছিল। এবার এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন প্রীতি জিন্টা।
বুধবার অর্থাৎ ১৩ নভেম্বর ‘বীর- জারা’ প্রসঙ্গে কিছু পুরনো স্মৃতি রোমন্থন করলেন প্রীতি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রীতি লেখেন, ‘বাহ! কুড়ি বছর হয়ে গে💖ছে।#VeerZaara! এখনও যেন মনে হয় ༺গতকালের ঘটনা। এই সিনেমাটি আমাকে নিঃস্বার্থ প্রেম করতে শিখিয়েছিল।’
(আরও পড়ুন: ‘কেরিয়ারের শুরুর দিকে হতে হয✱়েছিল অপমানিত’, ভিকি প্রসঙ্গে ♉বললেন শ্যাম কৌশল)
প্রীতি আরও লেখেন, ‘ধন্যবাদ আমার সমস্ত সহ অভিনেতাদের যারা না থাকলে এই সিনেমাটি এত সুন্দর 🌱হয়ে ෴উঠত না। অবশ্যই ধন্যবাদ জানাই প্রত্যেক অনুরাগীদের, যারা ভালোবাসা না দিলে এই সিনেমাটি এত বিশেষ হয়ে উঠত না। ২০ বছর পরেও সিনেমাটির স্মৃতি আজও একই ভাবে সুন্দর।’
প্রসঙ্গত, ‘বীর-জারা’ সিনেমায় প্রধান অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং প্রীতি জিন্টꦍা। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন রানꦅী মুখার্জি। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী। ছিলেন মনোজ বাজপেয়ী, যাকে ছাড়া এই সিনেমাটি একেবারে অসম্পূর্ণ।
(আরও পড়ুন: আসছে ‘বাজিগর ২’, নায়ক কি শা🅘হরুখ নাকি অন্য কেউ? কাকে চাইছেন রতন জৈন)
‘বীর- জারা’ সিনেমার ২০ বছর অতিক্রান্ত হওয়ার সুবাদে ১২ নভেম্বর ২০২৪ সারা ভারতবর্ষে এই সিনেমাটি পুনরায় মুক্তি পেয়েছে। এত বছর পরেও দর্শকদের কাছ থেকে একই রকম ভালোবাসা দেখে আপ্লুত পরিচালক থেকে অভিনেতা অভিনে൲ত্রী সকলেই।