স্ত্রী এবং ছেলেকে পাশে নিয়ে বসে আছেন বাংলার এক বিখ্যাত গায়ক। অল্প বয়সের এ𓃲ই ছবিটি দেখে তাঁকে চিনতে পারছেন? হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন ইনি হলেন শিলাজিৎ মজুমদার যিনি নানা জমাটি, জীবনমুখী গান গেয়ে বারবার তাক লাগিয়েছেন। এদিন তিনি তাঁদের এই পুরনো অদেখা ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
শিলাজিৎ মজুমদারের ছবি
এদিন শিলাজিৎ এই ছবিটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি একটি হলুদ রঙের টিশার্ট পরে বসে আছেন। তাঁর পিঠে নীল সাদা জামা পরে ঝুলছে ছোট্ট ধী। আর গায়কের আরেক পাশে বসে তাঁর স্ত্রী ইলিনা। তাঁর পরনে বাটিকের চুড়িদার। ছবিতে দেখা যাচ্ছে গায়কের মাথা ভর্🐲তি ঝাঁকড়া চুল, গাল ভর্তি দাড়ি।
আরও পড়ুন: গোটা সেটের সামনেই দুরꦗ্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন, 'একটু অস্বস্তি তো𓄧...'
এই ছবিটি পোস্ট করে শিলাজিৎ মজুমদার লেখেন, 'আমরা। খালি আমার পিঠে যে বাঁদরট𓃲া আছে, সে আমাদের মতই বড়ো হয়ে গেছে।' প্রসঙ্গত শিলাজিতের ছেলে ধী ২০১৫ সালে ওপে♍ন টি বায়স্কোপ ছবিতে অভিনয় করেছিলেন ঋদ্ধি সেন, সুরঙ্গনাদের সঙ্গে।
আরও পড়ুন: 'গণতন্ত্রের কাতিল' মুখ্যমন্ত্রী! চাকরি বাতিল নিয🌳়ে সরব রুদ্রনীল, বললেন, 'এরপরও ঘুম কি আসে আপনার প্রতি রাতে?'
আরও পড়ুন: পাইস হোটেল ছেড়ে এবার নন্দিনী দিদি নিজেই ফুড ব্লগার? বাঘা য🔯তীনের ডিজে অরুণ দার দোকানে করলেন ဣকী?
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ছবিতে মন্তব্য করে লেখেন, 'আপনার বাড়িতে গিয়ে, ধী আর আপনার টেনিস বল নিয়ে ফুটবল খেলার সেই মুহূর্তটা কোনদিন ভুলব না।' আরেকজন লেখেন, 'ছবি কত কথা বলে দেয়; মনে করে মনে করায়; না দাদা আজকে তোমাদের কথা ভাবতে ভাবতেই আমার... টাট্টু গুরু ও গুরুমা।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এ জীবন কত পরিবর্তনশীল।' চতুর্থ জনের মতে, 'তবে তুমি গুরু এখন বেশী হ্যান্ড🔜ু হয়েছ।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'এই রকম গু𓆉ণী ছেলে সব বাবার কপালে জোটে না! যে কোনও রকমের মুখোশ না পরেই চিৎকার করে গান গেয়ে বলতে পারে সমাজের মুখোশধারি ভদ্রলোকগুলোকে সর্বনাশ ওহে ভদ্রলোক... সর্বনাশ তোর পূর্ণ হোক।'