ধ্রুপদী সঙ্গীত শিল্পী বম্বে জয়শ্রীর ইংল্যান্ডে ব্রেন হ্যমারেজ হয়। তাঁকে ভরতি করা হয়েছে একটি স্থানীয় হাসপাতালে। ইংল্যান্ডে ঘুরতে গিয়ে, বলা ভালোꦓ সঙ্গীত সফরে গিয়ে এই অবস্থা হয় তাঁর। সেখানেই চিকিৎসা চলছে এখন তাঁর। করা হয়েছে সার্জারি।
তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে ইংল্যান্ডে গিয়ে তাঁর শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপ হয়। সেখানে তিনি শো করতেই গিয়েছিলেন। আপাতত Aneurysm এর জন্য তাঁর একটি সার্জারি করা হয়েছে। হোটেলের ঘর থেক꧂ে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের তরফে যে কথা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে, 'ইউনাইটেড কিংডমে গিয়ে আচমকাই বম্বে জয়শ্রীর শরীর খারাপ করে। সেখানে তিনি তাঁর শোয়ের জন্য গিয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।' পরিবারের তরফে এনএইচএসকে এবং তাঁর সহ শিল্পীদের ধন্যবাদ জানানো হয় এই সময় তাঁর পাশে থাকার জন্য এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ব൩লেও জানা গিয়েছে। তবে এখন তাঁর সম্পূর্ণ বেড রেস্ট প্রয়োজন।
বম্বে জয়শ্রীর পরিবারের তরফে প্রাইভেসি বজায় রাখার অনুরඣোধ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে গায়িকা কেমন থাকেন না থাকেন সেই খবর সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে কোনও ভুয়ো খবরকে পাত্তা দিতে বারণ করেন। গায়িকার স্বাস্থ্যের যে কোনও আপডেট তাঁরাইཧ দেবেন বলে জানান।
বম্বে জয়💟শ্রীর আসল নাম জয়শ্রী রামনাথ। তিনি মূলত তামিল, তেলুগু, কন্নড়, মালায়লাম এবং হিন্দি ভাষায় গান গেয়েছেন। তাঁর অন্যতম জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে রেহনা হ্যায় তেরে দিল মে ছবির জারা জারা মেহেকতা হ্যায়, লাইফ অব পাই ছবির পাইস লুলাবাই, ইত্যাদি।