‘ওর বাবা পুলিশ ছিল, মামা পুলিশ, ও নিজেও পুলিশ হবে’, যেই ছোট ছেলেটাকে উদ্দেশ্য করে বলা, সেই বড় হয়ে হল চেঙ্গিজ। আন্ডারওয়ার্ল্ডের ড্রাগসের ব্যবসা চলে যার অঙ্গুলি লেহনে। সবচেয়ে বড় গ্যাংস্টার। ভারত, বাংলাদেশ, উত্তরপ্রদেশে একচেটিয়া কারবার চেঙ্গিজের। ভয়ে কাঁপে প🔯ুলিশ-প্রশাসন। বলিউডের এরকমই এক ধামাকেদার ছবিতে জিৎ। ট্রেলার সামনে এল সোমবার ৩ এপ্রিল। হিন্দি ও বাংলা দুটো ভাষাতেই মুক্তি পেল জিত-এর ছবির ট্রেলার।
নীরাজ পাণ্ডের ছবি দিয়ে বলিউডে অভিষেক হল জিতের। অভিনেতার গলায় হিন্দি সংলাপ শুনে পাগল হল অনুরাগীরা। অ্যাকশন দৃশ্যে এমনিতে বরাবরই জিতের জুরি মেলা ভার। আর চেঙ্গিজে জিতকে মারপিট করতে বড় পরদায় দেখার সুযোগ ছাড়া বোকামিই হবে। জলপথে চোরাই মাল আনা-নেওয়া, খেলার মাঠ, লঞ্চ, সবটাই রয়েছে ট্রেলারে। রয়েছে রোম্যান্সের ছোঁয়া। আর জবরদস্ত মারপিট। সব মিলিয়ে জমজমাট বিনোদন। আরও পড়ুন: আগেরবার অরুণিতা, এবার দেবস্মিতা! ‘বাঙালি বিদ্বেষী’ তকমা ইন্ডিয়ান 💞আইডলের গায়ে
সিনেমার প্রযোজনা করেছেন জিৎ। ছবিতে নায়িকা চরিত্রে বাঙালি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এই প্রথম কোনও অ্যাকশন সিনেমায় কাজ করবেন তিনি। জয়দেব সিং কী করে চেঙ্গিজ হল সেটাই সিনেমার গল্প। জিতের গলায় ‘কলকাতায় গরম বর্ষা শীত সব আমার হাতের ইশারাতে হয় ডিসিডিডি সাহেব। তোমার সামনে যে আছে সে এখনও জয়দেব। দয়া করে চেঙ্গিজ হতে বাধ্য করো না’ শুনে গায়ে কাঁটা দিতে বাধ্য। আরও পড়ুন: ‘সিডের জামা এটা!’, চোট পেয়ে বিছানায় আদৃত, ‘🐟প্রেমিকের’ শার্ট পরে ঘুরছেন কৌশাম্বি?
চেঙ্গিজের গল্প লিখেছেন নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি। জিৎ ফিল্মওয়ার্কস এটির♉ প্রযোজনা করেছে এবং এএ 🍨ফিল্মস এটার নিবেদন করেছে।
জিৎ-সুস্মিতা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাতাফ ফিগার এবং রোহিত বোস। ইদ উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের প্রথম হিন্দি ছবি চেঙ্গিজ। এর আগে তরণ আদর্শ টুইট করে জানিয়েছিলেন, ‘চেঙ্গিজ জিতের অ্যাকশন মুভি হিন্দি এবং বাংলা ভাষায় একই সঙ্গে🐻 মুক্তি পাবে। জিৎ অভিনীত চেঙ্গিজ প্রথম বাংলা ছবি হতে চলেছে যা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই একই সঙ্গে ইদের দিন মুক্তি পাবে।’
প্রসঙ্গত, ইদের দিন ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের কিসি কা ভাই কিসি কা জান ছবি। দেখার বলিউডের খানের সামনে কতটা দাঁড়াতে পারেন বাংলার এই সুপারস্টাﷺর।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )