স্মৃতির পাতা ধরে হাঁটলেন বলিউড অভিনেত্রী নীতু কাপুর। বলিউ♎ড দুই তারকা অভিনেত্রীর ছোটবেলার অদেখা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছ♕ন প্রবীণ অভিনেত্রী। সেই ছবিই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
ছবিটি করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুরের শৈশবের দিনগুলির একটি মূল্যবান মুহূর্ত ক্যাপচার করেছে। দুই কাপুর সিস্টার তুতো ভাইবোনেদের সঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন। ছবিতে রয়েছেন নিতাশা নন্দা ও নিখিল নন্দা। ফ্রেমের সবাইকে ট্যাগ করে, নীতু কাপুর এটির ক্যাপশনে লেখেন, ‘দ্য কিউটিস’ সঙ্গে হৃদয়ের ইমোজি যোগ করেছেন তিনি। আরও পড়ুন: ১০-এ পা ‘লুটেরা’র, ‘সাওয়ার লু’ গানে সোনাক্ষী কতবার শাড়ি বদলেছেন�� 𝄹জানেন?
পরে নীতুর শেয়ার করা ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন করিনা। নীতু কাপুরের ইনস্টাগ্রাম প্রো💛ফাইল থ্রোব্যাক ছবি দিয়ে ভরা🐲। রইল ছবিটি-

নীতু কাপুরের ইনস্টাগ্রাম স্টোরি
অভিনেতা রণধীর কাপুর এবং বব𓂃িতার কন্যা করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর। তারা কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতনি। নীতু কাপুর করিনার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজও করেছিল🥀েন।
আগামীতে ‘লেটার্স টু মিস্টার খান্না’ ছবিতে দেখা যাবে নীতু কাপুরকে। ছবিতে আরও অভিনয় ক🌱রছেন সানি কৌশল এবং শ্রদ্ধা শ্রীনাথ। পরিচালকের আসনে রয়েছেন মিলিন্দ ধৈমাদে। মা-ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি।
গত বছরই ঠাকুমা হয়েছেন নীতু কাপুর🥃। রণবীর কাপুর এবং আলিয়ার কোল আলো করে এসেছে একরত্তি রাহা। ঠাকুরদা ঋষি কাপুরের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন ‘রালিয়া’। নাতনির জন্য ‘রাহা’ নামটি বেছেছেন নীতু কাপুর। নতুন সদস্যকে ঘিরেই আলিয়া-রণবীরের রোজনামচা।
প্রসঙ্গত, আগামী ছবি ‘দ্য ক্রিউ’য়ের কাজ শুরু করেছেন করিনা। ছবিতে তাঁর পাশাপাশি দেখা যাবে কৃতি শ্যানন, দিলজিৎ 𒊎দোসাঞ্জ এবং টাবুকে। রাজেশ কৃষ্ণননের এই ছবিতে তিন মহিলার গল্প ফুটে উঠবে। এছাড়া সুজয় ঘোষের আগামী ছবিতে দেখা যাবে বেবোকেꦦ। হনসল মেহতার সঙ্গেও একটি প্রোজেক্টে কাজ করছেন অভিনেত্রী।