করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু অভিনীত ছবি ক্রু নিয়ে মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। তাঁদের জালিয়াতি, সোনা পাচার দেখে মুগ্ধ দর্শক। আর সে༒ই মুগ্ধতার হাত ধরেই দ্বিতীয় শনিবার বক্স অফিসে এই ছবিটি ৫০ কোটির গণ্ডি টপকে গেল। শুধু তাই নয়, এদিন ব্যাপক হারে আয় বেড়েছে ছবিটির।
ক্রু ছবিটির বক্স অফিস কালেকশন
গত রবিবারের পরই বেশ অনেকটা কমে গিয়েছিল ক্রু ছবিটির আয়। সোমবার থেকে টানা শুক্রবার পর্যন্ত এই ছবিটি বক্স অফিসে তিন কোটি থেকে তিন কোটি ৭৫ লাখের মধ্যেই আয🌳় করেছে। তবে শনিবার আসতে সেটা এক লাফে অনেকটাই বেড়েছে। এদিন করিনাদের এই ছবিটি বক্স অফিসে ৫ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে।
আরও পড়ুন: 'গরুর রচনা'র পর সাফাই রচনা🎃র, ব্যাখ্যা দিয়ে🔴 বললেন, 'আমি যা বলি মন দিয়েই...'
সচনিল্কের রিপোর্ট অনুযায়ী শনিবার ৫ কোটি ২৫ লাখ আয়ের পর বর্তমানে ভারতীয় বক্স অফিসে ক্রু ছবির মোট আয় ৫২ কোটি ৭০ লাখে দাঁড়িয়ে আছে। অন্যদিক♔ে বিশ্বজুড়ে এটি মাত্র নয় দিনেই ৯০ কোটি ছাড়িয়ে গিয়েছে।
করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু অভিনীত ক্রু ছবিটি ২৯ মার্চ মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়ার পর থেকেই এটি বক্স অফিসে বেজায় দাপট দেখাচ্ছে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াডির পর এই প্রথম কোনও মহিলাকেন্দ্রিক ছবি আবারও বক্স অফিসে এতটা ভালো ফল করছে। ক্রু ছবিটি মুক্তির প্রথম দিন অর্থাৎ ২৯ ম💧ার্চ বক্স অফিসে ৯.২৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন এই আয়ের পরিমাণ সামান্যই বেড়ে হয় ৯ কোটি ৭৫ লাখ টাকা। তৃতীয় দিন অর্থাৎ রবিবার সেই আয়েওর পরিমাণ আরও খানিক বেড়ে হয় ১০.৫ কোটি টাকা। সোমবার আসতেই কমে আয়ের পরিমাণ। সোমবার এটি ৪.২ কোটি টাকা আয় করে। মঙ্গলবার সেটা কমে দাঁড়ায় ৩ কোটি ৭৫ লাখ টাকার। বুধবার ক্রু বক্স অফিসে ৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছে। বৃহস্পতিবার ৩ কোটি টাকা আয় করেছে এই ছবি। শুক্রবার এই ছবিটি ৩ কোটি ৭৫ লাখ টাকা আয় করে। এবং শনিবার এটি ৫ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। ফলে মোট আয় এখন ৫২.৭০ কোটি টাকা।
ক্রু প্রসঙ্গে
ক্রু ছবিটির পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। ছবিটির প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা🅘 কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর। এই ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় আছেন করিনা কাপুর, কৃতি শ্যানন, টাবু, দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রমুখকে।