মা খুব মারে! দাদাগিরির মঞ্চে হাজির হয়ে এমনটাই নালিশ ঠুকল সৌরিষ দত্ত। মা-কে প্রচণ্ড ভয় পায় ক্লাস থ্রি-র এই ছাত্র। দিল্লি পাবলিক স্কুলের ছাত্র সৌরিষ। দাদাগিরিতে পৌঁছে অনর্গল মায়ের নামে অভিযোগ করে গেল সে। আরও পড়ুন-‘কী করল আবার!’, লন্ডনের হোটলে সানাকে সঙ্♒গে নিয়ে হাজির পুলিশ! মেয়ের🥂 ‘কীর্তি’তে পিলে চমকে উঠে সৌরভের
সৌরিষকে বলতে শোন গেল, মা তো খুব মারে। হাতে-পায়ে সব জায়গায় মারে, পিঠেও মারে। লাঠি দিয়েও মারে। একটা কারণেই মা 𓆉খুব মারে, পরীক্ষায় একটু বাজে নম্বর হয়ে গেছে।' সৌরভ পালটা জানান, ‘দাদার তো রোজই পরীক্ষায় বাজে নম্বর হতো কিন্তু মা তো মারতো না।’ একইসঙ্গে মহারাজের সংযোজন, ‘আমি তো আমার মাকে𝓰 ব্যাক পকেটে রাখতাম…’।
সৌরিষের মায়ের উদ্দেশ্যে দাদার বার্তা, ‘না, মারা চলবে না’। দাদাগিরির মঞ্চে বরাবরই অভিভাবকদের গায়ে হাত না দেওয়ার কথা বলে থাকেন সৌরভ। বুম্বাদা-র ভক্ত সৌরিষ। বড় হয়ে মিউজিক কম্পোজা⭕র হতে চায় সে। জানাল, ‘আমি গান শিখি, মা গান শেখায় আমাকে’। মিউজিক কম্পোজার হলে কী কী করতে হবে, সেই সম্পর্কে কতদূর জানে খুদে? সবটা জ♑েনে নিলেন সৌরভ।
সৌরিষের প্রিয় বিষয় অঙ্ক। তবে মাঝেমধ্যে পড়তে না বসলে মায়ের মাথা গরম হয়ে যায়। বাবার মাথা ঠাণ্ডা সে কথাও জানাতে ভোলেনি সে। দাদার প্রশ্ন, ‘মা প্যাঁ*লে বাবা বাঁচাতে আসে না?’ ঘরের সিক্রেট ফাঁস করে তৃতীয় শ্রেণির ছাত্র জানান, ‘হ্যাঁ, আসে তো কিন্তু মা তো বাবাকেও বকুনি দেয়’। এ কথা শুনে দর্শকাসনে বসা বাবা-মা'র হাসি থামেনি। সৌরভ মজা 💦করে বলেন, ‘ভাগ্যিস তুই বলিসনি মা বাবাকেও প্যাঁ*নি দেয়, শুধু বকে তো তাহলে তো ঠিক আছে। বকা অবধি ঠিক আছে’।
সৌরভকে প্রসেনজিৎ-এর সংলাপও বলে শোনায় সৌরিষ। খুদেরಞ মুখে ‘মা আমি চুরি করিনি’ শুনে মুচকি হাসি সৌরভের। এখনও পর্যন্ত প্রসেনজি💜তের কোনও সিনেমায় দেখেনি সে, তবে বুম্বাদাই তাঁর প্রিয় নায়ক জানাল সৌরিষ।
এই এপিসোডে খুদেদের নিয়ে জমাটি আড্ডা দেন সৌরভ। রিয়ান বলে, ‘বাবার বিরিয়ানি খেতে সবচেয়ে ভালোবাসি’। আবার প্রেম নিয়েও টিপস দিলেন মহারাজ। অন্যদিকে সৌরিষ বলে তাঁর গার্লফ্রেন্ড রয়েছ কিন্তু নাম বলা যাবে না কারণ মা তাহলে পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবে আর স্কুল থেকে বার করে দেবে। সৌরভের জোরাজুরি সত্ত্বেও গার্লফ্রেন্ডের নাম ফাঁস করেনি সে, শুধু বলেছে ‘T’ কে 𝔉ভালোবাসে সে। প্রেম দিবসে গোলাপ ফুল দিয়ে প্রেমিকাকে প্রোপোজ নাকি করেছে তৃতীয় শ্রেনিতে পড়া সৌরিষ, শুনে হাঁ মহারাজ।