শেষের মুখে সারেগামাপা। আগামী ২ মার্চ গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হবে এই জনপ্রিয🉐় রিয়েলিটি শোয়ের। আর তারপরই আসছে ড্যান্স বাংলা ড্যান🌼্স। এবার জানা গেল কবে থেকে শুরু হতে চলেছে মিঠুন চক্রবর্তীর এই শো।
আসছে ড্যান্স বাংলা ড্যান্স
কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে ড্যান্স বাংলা ড্যান্স শোয়ের প্রোমো। সেখানেই দেখা গিয়েছে গানের তালে তালে নাচছে রয়েল বেঙ্গল টাইগারও। এবার প্রকাশ্যে এল কবে থেকে শুরু হচ্🌞ছে 'বাংলার সবথেকে বড় ড্যান্স রিয়েলিটি শো'। আগামী সপ্তাহ অর্থাৎ ৮ মার্চ থেকে শুরু হয়ে যাবে এই রিয়েলিটি শো। প্রতি শনি এবং রবিবার করে এবার থেকে সারেগামাপার জায়গাতেই দেখা যাবে ড্যান্স বাংলা ড্যান্স।
জানা গিয়েছে এবার বিচারকের আসনে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়⛄। এছাড়া বহুদিন পর এই শোয়ের হাত ধরে রিয়েলিটি শোতে ফিরছেন যিশু সেনগুপ্ত। তিনিও থাকবেন বিচারকের আসনে। এছাড়া কানাঘুষোয় শোনা যাচ্ছে কৌশানি মুখোপাধ্যায়কেও দেখা যেতে পারে বিচারক হিসেবে। আর মিঠুন চক্রবর্তী তো থাকবেনই মহাগুরু হিসেবে। ফলে এবারের এই𓄧 সিজন যে বেশ জমজমাট হতে চলেছে সেটা বলাই যায়।
অঙ্কুশ হাজরা আবারও সঞ্চালক হিসেবে থাকবেন। ইতিমধ্যেই 🦋ড্♕যান্স বাংলা ড্যান্স শোয়ের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত ড্যান্স বাংলা ড্যান্সের এবারের ট্যাগলাইন হল ‘এমন দাওয়াই নাচবে সবাই।’
সারেগামাপার গ্র্যান্ড ফিনালে
এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে মোট ১০ জন প্রতিযোগী জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে আছেন ময়ূরী, দেয়াসিনি, সত্যজিৎ💜, আরাত্রিকা, সাই, আরিয়ান। আর ছোটদের মধ্যে আছেন অতনু, ঐশী, সৃজিতা এবং অনীক। এঁদের মধ্যেই জিতবে দুজন। আগামী ২ মার্চ সম্প্রচারিত হবে এই গ্র্যান্ড ফিনালে। যদিও ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বিজয়ীদের নাম।