শুক্রবার, ২৩ অগস্ট সন্ধ্যায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করে জানান ভর সন্ধ্যায় এক ব্যক্তি তাঁকে 🤪রীতিমত আক্রমণ করেছে। তবে গাড়ির কাচ ভেঙেছেন। এরপরই রাতে আপডেট দিয়ে কী জানালেন দক্ষিণ কলকাতার ডিসিপি?
আরও পড়ুন: 'খুব মিস করি...' ৫৬ তম জন্মবার্ষিকীতে সুরে সুরেই বন্ধু কেক🐈ে -কে স্মরণ꧋ শিল্পার, গাইলেন কোন গান?
কী জানানো হল দক্ষিণ কলকাতার ডিসিপির তরফে?
এদিন পায়েল মুখোপাধ্যায়ের লাইভের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় দক্ষিণ কলকাতার ডিসিপির তরফে। এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তিনি 𝔍এই ছবিটি পোস্ট করে কেসের আপডেট দেন। জানান অভিযুক্তকে ওই জায়গা থেকেই গ্রেফতার করা হয়েছে।
একদিকে যখন আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, বারংবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশের অবস্থান এবং কাজ, সেখানে যেন এই ঘটনার পর কলকাতা পুলিশের তরফে বুঝিয়ে দেওয়া হল তাঁরা নাগরিক বিশেষ করে মহিলা নাগরিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর। এবং কোনও ক্রাইম ঘ🅺টলে দুষ্কৃতিকে ছাড় দেন না।
কলকাতা দক্ষিণের ডিসিপ🙈ির প্রোফাইল থেকে এদিন লেখা হয়, 'আজ বিকেলে জনপ্🗹রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় এসে জানান তাঁর সঙ্গে সাদার্ন অ্যাভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌঁছন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।'
কী ঘটেছিল?
পায়েল মুখোপাধ্যায় এদিন লাইভে এসে জানান তিনি যখন তাঁর গাড়ি করে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন তখনই তাঁর গাড়ির সঙ্গে একটি বাইকের সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর অভিযোগ, দোষ বাইক চালকের ছিল। তবুও সেই ব্যক্তি নেমে এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে বেরোতে ন🐈া চাইলে ঘুষি মেরে তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন। একই সঙ্গে প্রশ্ন তোলেন এই শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে।