বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়লাখনি, শোনা গেল সাইরেনের আওয়াজ। হঠাৎই 𓂃কেঁপে উঠল বিস্ফোরণে। এরপরই দেখা মিলল কয়লা বোঝাই বেশকয়েকটা লরির। কুঠার হাতে এলেন দেব। বললেন, ‘যে একা সব সয়, ওহিই সর্দার হয়’। এরপরই কয়লাখনির স্তুপের উপর উঠে মোহনকে (যিশু) পাশে ൩নিয়ে শ্যাম (দেব) বললেন, 'ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, বলে কী ভেবেছিস! অ্যাকশনটা ভুলে গিয়েছি?'
যেমন বলা তেমনি কাজ, এরপরই মার কাটারি অবতারে ধরা দিলেন 'শ্যাম মাহাত' দেব। লাশ পড়ল, আর কুড়ুল দিয়ে সে দেহ টেনে নিয়ে যেতে দেখা গেল দেবকে। মুখে জলন্ত বিড়ি পুড়ে নিয়ে শ্যাম বললেন, ‘অ্যাকশনটা আমারই কাজ…’। বহু প্রতীক্ষার পর ২৯ অগস্ট বৃহস্পতিবার সামনে এসেছে এমনই এক অ্যাকশনে ভরপুর, 'খাদান'-এর টিজার। যেখানে একপ্রকার কয়লা খনির 'মাফিয়া' টাইপের চরিত্রে দেখা গেল 🍰দেবকে।
সবশেষে শ্যাম মাহাতোকে কে নিজের বাইকে বন্ধু মোহনকে চাপিয়ে নিয়ে যেতে দেখা যায়। মোহন বাইকের পিছনে উল্টো করে বসে খোল বাজাতে থাকেন। আর শ্যম তখন কুড়ুল দিয়ে কয়লা বোঝাই ট্রেনের দরজা ভাঙতে থাকলেন। টিজারের শেষের দিকে খনি শ্রমিকদের পোস্টার হাꩲতে আন্দোলন করতেও দেখা গেল। দেব বললেন, ‘আজ এই জমি খাদান হবে নয়ত শশ্মান…’
গত ১৪ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল দেব-এর খাদান টিজার। তবে আরজি কর কাণ্ডের জেরে এবং ওই দিন মহিলাদের রাত দখলের ডাকে ওইদিন কলকাতা ছিল উত্তাল। আর তাই খাদান- টিজারের মুক্তি পিছিয়ে দেয় প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস ও দেব। তারপর 🍨অবশেষে ২🐽৯ অগস্ট সামনে আনা হল এই টিজার।
সুজিত দত্তের পরিচালনায় আসতে চলেছে এই ছবি। খাদানের প্রযোজনা অবশ্য একা সুরিন্দর ফিল্মস নয়, প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব নিজেও। ছবিতে শ্যাম ✱মাহাতর চরিত্রে দেখা যাবে দেবকে। আর মোহন দাসের ভূমিকায় থাকছেন যিশু। শ্য♋াম ও মোহনের বন্ধুত্বের গল্প ধরা পড়বে এই ছবিতে। এছাড়াও ছবিতে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্ত, স্নেহা বসু, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাকেও দেখা যাবে এই ছবিতে।
বৃহস্পতিবার 'খাদান'-টিজার মুক্ত🦄ি পেতেই সুপারস্টার দেবের হয়ে গলা ফাটিয়েছেন তাঁর অনুরাগীরা। ইউটিউবে টিজার ভিডিয়োর নিচে উঠে এসেছে একাধিক কমেন্ট। কেউ লিখেছেন, ‘জাস্ট ছিটকে গেছি’। কারোর কথায়, ‘এটা ধামাকা’, কারোর মন্তব্য, ‘পুরো আগুন।’ কেউ আবার বলেছেন, 'সবাই commercial film commercial film বলে চিল্লাছিলিস নে ভাই আগুন ধরিয়ে দিয়েছি।' এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।