আর হাতে মাত্র একটা দিন। আগামী ২৫ মে ঘাটাল লোকসভা নির্বাচন কেন্দ্রের ভোট। তার আগেই প্রশ্নের মুখে হিরণ চট্টোপাধ্যায়ের পিএইচডি ডিগ্রি। ইতিꦇমধ্যেই আম আদমি প্রার্থীর তরফে দাবি করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি নাকি সম্পূর্ণ ভুয়ো। তাঁরা বিজেপি প্রার্থীর প্রার্থীপꦉদ খারিজ করার দাবি তুলেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং দেব।
আরও পড়ুন: নিজেকে 'অকর্মার ঢেঁকি♏' সম্বোধন টোটার, রাজা চন্দের ছবি বিতর্কের পর কি মন খারাপ '꧋ফেলুদা'র?
আরও পড়ুন: সময়ের অভাব, বিগ বস OTT থেকে সরলেন সলমন, ভাইজানের জায়গায় সঞ্চালন💎ার দায়িত্ব এবার সামলাবেন কে?
হিরণের ডক্টরেট ডিগ্রি নিয়ে কী লিখেছেন দেব?
দেব এবং হিরণের কথা কাটাকাটি তুঙ্গে পৌঁছেছে। কেউই কাউকে এতটুকু জায়গা ছাড়তে নারাজ। এবার এই প্রসঙ্গে জলঘোলা হতেই প্রতিদ্বন্দ্বীকে খোঁচা মারতে ভুললেন না ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী। দেব এদিন তাঁর টুইটারে হিরণকে খোঁচা দিয়ে লেখেন, 'ও শুভেন্দু দা, তোমার প্রার্থী তো প্রথম থেকেই মিথ্যা কথা বলছে, ౠঢপের ডক্🙈টর। আর কত বোকা বানাবে ঘাটালের মানুষকে। ডক্টর নাকি!'
হিরণকে খোঁচা দিয়ে কী লিখলেন রাহুল?
এদিন সোশ্যাল মিডিয়ায় রাহুল একটি পোস্ট করেন সোজাসুজি ভাবে হিরণকে আক্রমণ করেই। তিনি লেখেন, 'সেদিন হিরণকে দেখলাম,একজন পুলিশের উপর খুব চোপা করছে, তা করুক। কিন্তু একটা জায়গায় ও চেঁচিয়ে উঠে বলল আমি ডক্টর হিরণময় চ্যাটার্জী। অধম, সহ অভিনেতার বিনীত অনুরোধ কোথা থেকে কি ♏বিষয়ে পিএইচডি করেছেন যদি জানান। এই রাজ্যে পিএইচডির ইতিহাস ভালো না কিনা।' এই বিষয়ে বলে রাখা ভালো রাহুল বাম সমর্থক। তাঁকে নানা সময় নানা বাম প্রার্থীর হয়ে প্রচারে যেতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: হুডখোলা গাড়িতে বাঁকুড়ায় তৃণমূলের প্রচারে 'বাহামণি', অরূপ চক্রবর্তীকে জেতানোর আ🥀✱হ্বান রনিতার
কী নিয়ে এত গোল?
হিরণ চট্টোপাধ্যায় এবার যে হলফনামা জমা দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন যে তিনি আইআইটি থেকে পিএইচডি করেছেন। তবে আরটিআইয়ের মাধ্যমে আম আদমি পার্টি জানতে পেরেছে যে ঘাটালের বিজেপি প্রার্থী আইআইটি থেকে কোনও পিএইচডি করছেন না। তাই কেজরিওয়াল🎶ের দলের তরফে দাবি করা হয়েছে যে হিরণের এই ডিগ্রি সম্পূর্ণ ভাবে ভুয়ো।