দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ৬ বছর পার। ছয় বছরের বর্ষপূর্তিতে উপলক্ষে ভক্ত෴দের জন্য ফাটাফাটি এক ঘোষণা করল দেবের সংস্থা। সংস্থার এই বিশেষ দিনেই বাঘাযতীন রূপে ধরা দিলেন দেব। মুক্তি পেল তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’ -এর অফিসিয়াল পোস্টার। ঘোষিত হল ছবি মুক্তির দিনও।
দেব এদিন পোস্টারের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান যে এবার তিনিও জিতের দেখানো পথে হাঁ꧂টতে চলেছেন। ‘বাঘাযতীন’ ছবিটি দুর্গাপুজো তথা নবরাত্রির সময় মুক্তি পাচ্ছে তাও হিন্দি এবং বাংলা ভাষায়। গোটা দেশজুড়ে মুক্তি পাবে এই ছবি।
দেবকে ‘বাঘাযতীন’ ছবির পোস্টারে খাকি পোশাক, দাড়ি এবং মাথায় পাগড়ি বাঁধা লুকে দেখা যায়। তাঁর কাঁধে বন্দুক রাখা। রাগত চোখে তাকিয়ে আছেন তিনি। এক ঝলক দেখে চেনা বাঘাযতীনের ছবির বদলে কোনও পঞ্জাবি যোদ্ধা বা পুলিশকর্মী মনে হচ্ছে তাঁকে। কিন্তু লুক যেমনই হোক অরুণ রায় যেভাবে ইতিহাসের গল্প বলেন, যেভাবে টানটান রুদ্ধশ্বাস বজায় র💛েখে ছবির গল্পকে এগিয়ে নিয়ে যান তাতে ভক্তরা রীতিমত মুখিয়ে আছেন এই ছবির জন্য। কারণ এর আগে তিনি সেই প্রমান হীরালাল এবং ৮/১২ ছবি দুটিতে দিয়েছেন। একদিকে তাঁর গল্প বলার ধরণ অন্যদিকে দেবের এই লুক যেন ভক্তদের সেই অপেক্ষা আরও বাড়িয়ে দিল।
প্রসঙཧ্ꦬগত দেব এই ছবি পোস্ট করে সেটার ক্যাপশনে লেখেন, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘ- ই যথেষ্ট! ভারতবর্ষের মাটির ছেলে বাঘাযতীনের অমর গাঁথা প্রথমবার বড় পর্দায় আসছে! দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সব থেকে বড় উপস্থাপনা, মুক্তিযোদ্ধা বাঘা যতীন আসছে এই দুর্গাপুজোয়'।
বাঘাযতীন ছবিটির পোস্টার হিন্দি এবং বাংলা ভাষায় মু🌱ক্তি পেয়েছে। আগামী ২০ অক্টোবর বড় পর্দায় বাঘাযতীনের গল্প বলতে আসছেন তিনি।
এই ছবির প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এবং নিবেদন করেছেন গুরুপদ অধিকারী এবং দেব। অরুণ রায় পরিচালিত এই ছবির টক্কর পুজোর সময় জমবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’, শিবপ্রসাদ-নন্দিতার ও‘রক্তবীজ’, অরিন্দম শীলের 💖‘জঙ্গলে মিতিন মাসি’ ছবিগুলোর সঙ্গে।