পুজোয় বাঙালীর জন্য এক বীর বিপ্লবীর গল্প নিয়ে এসেছেন দেব। বাঘা যতীন নাম 🦩শুনলেই মনে আসে খালি হা🍸তে বাঘের সঙ্গে লড়াই করার কথা, বুড়িবালামের যুদ্ধ। তবে স্বাধীনতা সংগ্রামে যে কত বড় অবদান রেখে গিয়েছেন এই নির্ভীক, সাহসী, অকুতোভয় মানুষটা, তাই এবার বড় পর্দায় দেখছেন দর্শক। কিন্তু পুজোয় হলে লোক কি আসছে এই সিনেমা দেখতে, আপডেট দিলেন অভিনেতা নিজেই।
এই নিয়ে অভিনয় জীবনে দ্বিতীয় বায়োপিকে কাজ করলেন দেব। এর আগে তাঁকে দেখা গিয়েছে গোলন্দাজ সিনেমা হল ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে নিয়ে। এবার সিনেমার প্রয়োজনে দেবকে দেখা গেল🦹 বাঘা যতীন হিসেবে।
অভিনেতা অষ্টমীতে লিখলেন, ‘ধামাকেদার অষ্টমীর জন্য ⭕অনেক অনেক ধন্যবাদ। যতদিন যাচ্ছে আমরা যে শুধু বেশি হল পাচ্ছি তা নয়, আমাদের আরও বেশি শো হাউজফুলও হচ্ছে।’
‘হাউজফুলের বোর্ড শুধুমাত্র শহরে নয়, জেলাগুলিতেও। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্ট🎉িপ্লেক্স, শহর থেকে গ্রাꦓম, ক্লাস আর মাসের ভিতরের লাইন সব মুছে গিয়েছে… শুধুই গর্জন করছে বাঘা যতীন’, সামাজিক মাধ্যম এক্স (টুইটারে) লিখলেন দেব।
আরও পড়ুন: মহাঅষ্টমী🍰তে ‘𝕴কুমারী পুজো’র রীতি মেনে মেয়ে সামিশাকে পুজো করলেন রাজ-শিল্পা
এবার পুজোতেও হল দখলের লড়াই বেশ বড়সড়। কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছে দেবের সিনেমাকে দশ অবতার। পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় এসভিএফ। অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান, যিশু সেনগুপ্ত। এছাড়ꦚাও আছে শিবপ্রসাদ ও নন্দিতা জুটির প্রথম থ্রিলারধর্মী সিনেমা রক্তবীজ। এই ছবিতে আবির ও মিমি প্রথমবার জুটিতে। আরও এক থ্রিলার মুক্তি পেয়েছে পুজোতে। অরিন্দম𓄧 শীলের পরিচালনায় কোয়েলের অভিনয়ে ‘জঙ্গলে মিতিন মাসি’।
দেব বরাবরই বলে আসছেন বাঙালি হিসেবে তিনি চান বাংলার মানুষরা স্বাধীনতার জন্য যে প্রাণ𓆉পণ লড়াই করেছিল, তা আসুক দর্শকদের সামনে। অভিনেতা, তৃণমূলের তারকা সাংসদ জানান, ‘এটা আমাদের জন্য শুধু একটা সিনেমা নয়। একটা আবেগ। গত আড়াই বছর ধরে আমরা এই সিনেমাটার মধ্যেই কাটিয়েছি। আমি একা নই, আমার পুরো টিম। আমি চাই বাঘা যতীন নিয়ে গর্ব করুক সব বাঙালি’। ছবিতে ৯২টি চরিত্র রয়েছে। যারা সবাই স্বাধীনতা সংগ্রামী। এদের বেশিরভাগেরই জায়গা হয়নি ইতিহাস বইতে। তবে এবার বাঘা যতীন সিনেমার মাধ্যমে দর্শকের জেনে নেওয়ার পালা এই মানুষগুলোকেও।