ছোট পর্দা থেকে বড় পর্দা, ওটিটি-- বর্তমানে সব প্ল্যাটফর্মেই চুটিয়ে🔜 কাজ করছেন দেবলীনা কুমার। সঙ্গে ফিটনেস ফ্রিক তিনি। সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করে থাকেন প্রায়শই। যা নিয়েও চর্চা কম হয় না। একইসঙ্গে দেবলীনা খবরে আসেন রাজনীতি থেকে শুরু করে সামাজিক ইস্যুতে করা তাঁর মন্তব্যে।
তৃণমূলর নেতা দেবাশিস কুমারের মেয়ে তিনি। বাবার মতো প্রকাশ্যে সমর্থন করেন তৃণমূলকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ♛প্রতিও রয়েছে প্রচুর ভালোবাসা। অনেকেই মনে করেন, টলিউডের নতুন ট্রেন্ড অনুসরণ করে তিনিও হয়তো খুব জলদিই পা রাখবেন রাজনীতিতে। আর তাছাড়া বাবার জন্য ছোট থেকেই তো তিনি পরিচিত এই জগতের সঙ্গে।
রাজনীতিতে পা রাখা নিয়ে দেবলীনার মত যদিও একটু আলাদা। এই সময়কে তিনি জানালেন, ‘বাবা যে পার্টিই করুক না কেন, সবাই কিন্তু একটা কথা বলে, উনি ২৪ ঘণ্টা মানুষের পাশে আছেন। আমি চাই আমি যখন সেই কাজটা করব তখন ২৪ ঘণ্টা না হলেও, নিজের ১০-১২ ঘণ্টা সেখানে দিতে পারি। নয়তো বাবারই নাম খারাপ করব।♋’
দেবলীনা আরও জানান, ‘আমি এত বড় হ🌊য়ে লকডাউনে জানতে পেরেছিলাম বাবা বাড়িতে থাকলে কেমন হয়। আমি কোনওদিন ঘুম থেকে উঠে বাবাকে বাড়িতে দেখিনি। রবিবারও বাবা কাজে যেত। আমার কাছে রাজনীতি ২৪ ঘণ্টার পেশা। আমি এখন সিরিয়াল করছি না। তাই হয়তো রোজ শ্যুট আমার থাকে না। তবে নাচ আছে, কলেজে পড়ানো আছে। আমি চাই আমি যখন রাজনীতি করব সেটার পিছনে সময় দিতে পারলেই করব। তাই রাজনীতির কথা আমি এখনও ভাবছি না। বাবাও হয়তো আমাকে উৎসাহ দেননি এখনও।’
প্রাক্তন, গোত্র, হামি ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পুজোয় উইন্ডোজ প্রোডাকশন থেকে মুক্তি পেতে✨ চলা রক্তবীজ-এ দেখা যাবে তাঁকে। এই ছবির পরিচালনা করেছেন শিবপ্রসাদ ও নন্দিতা। তাঁদের পরিচালনায় প্রথম থ্রিলারধর্মী ছবি। প্রধান চ🅷রিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী।
রক্তবীজ ছাড়াও রাজর্ষী দে-র সাদা রঙের পৃথিবী-তে দেখা যাবে দেবলীনা কুমারকে। কাশীর বিধবাদের উপর এই ছবি। মূলত বে𝓡নারসেই শ্যুটিং। আধুনিক সময়ে দাঁড়িয়ে সমাজে বিধবাদের অবস্থানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। মুক্তি মণ্ডপ নামে একটি বিধবা আশ্রমকে কেন্দ্র করেই এগোবে ঘটনা।