টিভি থেকে বড় পরদা, চুটিয়ে কাজ করেছেন অম্বরীশ ভট্টাচার্য। কাজ করেছেন ওটিটি-তেও। একাধিক সিরিয়ালে একাধিক চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। কখনও তিনি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তো কখনও তাঁর অভিনয় এনে দিয়েছে🧸 চোখে জল। ১৭🃏 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে টলিউড থেকে কেন অবসর নেওয়ার কথা ভাবছেন?
২০০৭ সালে রাজা এবং গজা ধারাবাহিক অম্বরীশের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। একের💎 পর এক পার্শ্ব চরিত্র দিয়ে নিজের অভিনয়ের ছাপ ফেলে গিয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে দেখা না মিললেও অল্পতেই খুশি। ধারাবাহিকের জগতে পা রাখার আগে তাঁকে দেখা যেত নাটౠক- থিয়েটারের মঞ্চে। কিছুটা বোহেমিয়ান জীবনেই অভ্যস্ত ছিলেন। বিয়ে-সংসার না করেই মনোনিবেশ করেছেন অভিনয় জীবনে। এখন ইচ্ছে ফের সেই থিয়েটার জীবনে ফেরার। যে জীবনে নিজের ইচ্ছা মতো বাঁচা যায়।
আর তাই ইচ্ছে এবার ধারাবাহিকের কাজ থেকে অবসর নেবেন। তারপর আগের মত বোহেমিয়ান জীবন কাটাবেন। মানুষ দেখবেন। মানুষকে দেখে মানুষের মধ্যে থেকেই যে তিনি জীবন🌳ের পাঠ নেন। শুধু তাই নয়, আজকাল নিজেকে খুব ‘ওভারইউজড’ও মনে করেন, দর্শক হিসেবে নিজেকে যখন দেখেন, তখন আর দেখতে ভালো লাগে না।
অম্বরীশের কথায়, ‘গত ১৭ বছর ধরে টেলিভিশন জীবনে ধারাবাহিক, বিজ্ঞাপনে কাজ করে চলেছি। এখানে সেখানে সর্বত্রই এক মুখ।🐬 মানুষেরও তো ভালো লাগার কথা নয়। জানি না কী করে ওরা আমাকে এতদিন সহ্য করছে। আমার আর নিজেকে দেখতে ইচ্ছে করে না। তাই সাময়িক অবসর নিয়ে আগের জীবনে ফিরে যেতে চাই।’
দিনকয়েক আগে অম্বরীশের অসুস্থতার খবর মিলেছিল। শরীরে অসহ্য যন্ত্রণা, জ্বরের তীব্রতা শরীরকে দুর্বল করে দেওয়ায় থাকতে পারেননি গুড্ডি সিরিয়ালের সেটেও। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন। বড় পর্দায় অম্বরীশকে সম্প্রতি দেখা গিয়েছে দেবে🌜র ব্লকবাস্টার ছবি ‘প্রজাপতি’ এবং প্ꦛরসেনজিতের ‘কাবেবী অন্তর্ধান রহস্য’-এ। মুম্বইয়ের একাধিক কমার্শিয়ালে অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করে নিয়েছেন টিভি-র পটকা। তাই ক্যামেরার সামনে থেকে এভাবে সরে গেলে অনুরাগীরা মনে একটু তো ব্যথা পাবেই।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )