বলা হয়, দুর্গাপুজোর দেবীমূর্তি তখন পর্যন্ত তৈরি൩ হয় না যতক্ষণ না যৌন পল্লীর মাটি তাতে যোগ করা হয়। আর এবার আরজি কর কাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় যেখানে দাবি করা হয় এবার দুর্গাপুজোর জন্য নাকি সোনাগাছির যৌন কর্মীরা কোনও মাটি দেবে না। তবে কি এবার যৌন পল্লীর মাটি ছাড়াই পুজো হবে? সেই বিষয়ে দুর্বারের সঙ্গে যোগাযোগ করা হলে কী জানালেন তাঁরা হিন্দুস্তান টাইমস বাংলাকে?
আরও পড়ুন: 'পুলিশ ভাই বোনেরা লজ্জা হারিয়ে ফে♓লেছেন...', আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশকে কটাক্ষ তনিমার
কী জানাল দুর্বার মহিলা সমন্বয় সমিতি?
এদিন হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করে এই ভাইরাল পোস্টের সত্যতা জানতে চাওয়া হলে দুর্বার মহিলা সমন্বয় সমিতির সেক্রেটারি বিশাখা লস্কর জানান এটা একেবারেই সঠিক খবর। তাঁর কথায়, 'আমরা এবার কোনও মাটি দি🧸চ্ছি না। যতক্ষণ না এই ন্যক্কারজনক ঘটনার সুবিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ যৌন পল্লী থেকে মাটি দেব না।' তিনি এদিন আরও জানান তাঁরা রাত দখলেও যোগ দিয়েছিলেন। মশাল হ🌳াতে এই অন্যায়ের প্রতিবাদে নেমেছিলেন তাঁরা।
প্রসঙ্গত ক🅠েবল সেই মাটি দেওয়ার পোস্ট নয়, ইতিমধ্যেই সোনাগাছির আরও এক যৌনকর্মীর মন্তব্য ভাইরাল হয়েছে। তিনি এবিপি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আপনার যদি কোনও নারীর প্রতি এতই লালসা থাকে, তাহলে আমাদের কাছে আসুন। দয়া করে নারীদের জীবন নষ্ট করবেন না। ধর্ষণের আশ্রয় নিয়ে তাদের জীবন নষ্ট করবেন না। আমাদের এখানে বিশাল রেড লাইট এরিয়া আছে। আপনি এখানে আসতে পারেন। এখানে মেয়েরা আছে যারা ২০-৫০ টাকায় কাজ করে। তাই, দয়া করে এমন মেয়েদের টার্গেট করবেন না যারা কাজ করতে যাচ্ছে।'
আরও পড়ুন: 'আমার এখন ঝাড়া হাত পা…', কৌন বনেগা ক্রোড়পতি - তে এসে কীভাবে জীবন বদলে গ🗹েল ব্রেন টিউমারে আক্রান্ত নরেশির?
আরও পড়ুন: ভাল্লুকের ꦕজন্য সব মাটি! সোনাক্ষী - জাহিরের ট্রিপের আদুরে ছবির মাঝে উঁ⭕কি দিয়ে কী ঘটাল সে?