সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় তিন বছর। এখনও সিবিআই এই মৃত্যু মা⛦মলা নিয়ে নীরব!‘জা🎃স্টিস অফ সুশান্ত’ আন্দোলনের আঁচ ধীরে ধীরে কমছে। এর মাঝেই সোমবার কাজে ফেরার ঘোষণা দেন রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর রিয়ার দিকে উড়ে এসেছে একাধিক অভিযোগের তির। অভিনেতার পরিবারের তরফে সুশান্তের বান্ধবীর বিরুদ্ধে তাঁকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মাদক মামলায় নাম জড়ানোয় জেলবন্দি পর্যন্ত থাকতে হয়েছে রিয়াকে।
রিয়া চক্রবর্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক, সমালোচনার ঢেউ। জেল থেকে মুক্তি পেলেও হাতে কাজ ছিল না রিয়ার। কেউ ছবিতে কাস্ট করতে সাহস দেখায়নি রিয়াকে। অবশেষে ছোটপর্দার মাধ্যমে কামব্যাক করছেন রিয়া, তাঁর দেখা মিলবে গ্যাং লিডারের ভূমিকায়। যদিও রিয়ার কাজে ফেরার বিষয়টা খুব ভালোভাবে মেনে নিতে পারছে না সুশান্তের পরিবার। রিয়ার রোডিজ ১৯-এর প্রোমো সামনে আসার ঘন্টাখানেকের মধ্যেই টুইটারে বিস্ফো𓄧রক পোস্ট লেখে সুশান্তের সেজো দিদি প্রিয়াঙ্কা সিং।
পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা এদিন কারুর নাম না করেই লেখেন, ‘তুমি কেন ভয় পাবে? তুমি বেশ্য়া ছিꦫলে আর থাকবে। কিন্তু প্রশ্নটা হল তোমার গ্রাহক কারা? একমাত্র শাসকস্থানীয় কেউই এই সাহস জোগাতে পারে’। সঙ্গে প্রিয়াঙ্কার সংযোজন, ‘সুশান্তের মৃত্যু তদন্ত কী কারণে এগোচ্ছে না সেইকারণও স্পষ্ট’।
প্রিয়াঙ্কা নিজের টুইটে কারুর নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের ধারণা রিয়ার দিকেই আঙুল তুলেছেন সুশান্তের দিদি। রোডিজের প্রোমোত𒀰ে রিয়াকে বলতে শোনা গিয়েছে, ‘কী ভেবেছিলেন আমি আর ফিরব না, ভয় পেয়ে যাব? ভয় পাওয়ার সময় এবার অন্য কারুর…’। সেই প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য় প্রিয়াঙ্কা সিং-এর। পাশা🧸পাশি সুশান্তের দিদির ইঙ্গিত, রিয়াকে সমর্থন জোগাচ্ছে বড় মাথারা।
গৌতম রোড়ে এবং প্রিন্স নরুলার সঙ্গে ‘রোডিজ.. কর্ম ইয়া কাণ্ড’-এর টিম লিডার হচ্ছেন রিয়া। রোডিজ-এর অংশ হিসাবে রিয়ার প্রোমো সামনে আসতেই নেটপাড়ায় ছিছিকার। সুশান্ত ভক্তরা চটে লাল ‘রোডিজ’ নির্মাতাদের উপর। ইতিমধ্যেই শো বয়কไটের ডাক উঠেছে।
২০২০ সালের ১৪ই জুন বান্দ্রার অ্য়াপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। মুম্বই পুলিশ শুরুতেই দাবি করেছিল আত্মহত্যা করেছেন অবসাদগ্রস্ত সুশান্ত। এই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধলে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তবে তারপর প্রায় তিন বছর কেটে গেলেও আজ🎶ও এই মামলার চার্জশিট পর্যন্ত ফাইল করতে ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ🔴া।
এনসিবির তদন্তে উঠে এসেছিল সুশান্তের জন্য ড্রাগ কিনতেন রিয়া,▨ সেই অভিযোগে গ্রেফতারও হন অভিনেত্রী। প্রায় ♛একমাস জেলবন্দি ছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর পর অভিযোগ, পালটা অভিযোগের পর্ব চলেছিল বিস্তর। রিয়া লাইমলাইটে আসতেই ফের মাথাচাড়া দিল বিতর্ক।