দিদি নম্বর ১-এর সানডে ধামাকা এপিসোডে অতিথি হিসাবে হাজির হচ্ছেন অভিনেত্রী আভেরౠি সিংহা রায়। যাঁকে সকলে চেনে ফুলকির কাকি শাশুড়ি হিসাবে। হ্যাঁ, জি বাংলার ফুলকিতে রোহিতের কাকিমা রয়েছেন আভেরি। গোলগাল মুখের আভেরি সিংহ রায় (Avery Singha Roy) ছোটপর্দার পরিচিত মুখ। আভেরি কাজ করেছে🎉ন একাধিক ওয়েব সিরিজেও। আরও পড়ুন-'….ক্লাস ফাইভেই মা হয়ে যাই!' দিদির মঞ্চে ‘ব্যতিক্রমী মা’, পূজার কথায় মুগ্ধ রচনা
রবিবারের এপিসোডে ভাই শুভদীপ দে-র হাত ধরে হাজির আভেরি। কালো সিল্কের শাড়ি আর꧟ আফগান জুয়েলারিতে সেজে ঝলমল করলেন আভেরি। এদিন রচনার সঙ্গে তাঁর বর্তমান জীবনের বিড়াম্বনার কাহিনি শেয়ার করলেন আভেরি মানে ফুলকির কাবেরী।
ফুলকির কাকিশাশুড়ির চরিত্রটা খুবই মজাদার। কথায় কথায়, তাঁর চরিত্রের মুখে শোনা যায় একটা সংলাপ- ‘ও মাই ফাদার’। বাংলা𝔉য়- ‘এ বাবা’ নয় ওটাই তাঁর কথা বলার ধরণ। অল্প কয়েকদিনেই সেটি ভালোভাবে রপ্ত করেছেন আভেরি। অথচ সেটে লোকজন তাঁকে দেখলে আজকাল আর গুড মর্নিং বলে সম্বোধন করেন না। বরং একজোট হয়ে ডেকে ওঠেন, ‘সেটে ঢুকলে সবাই বলে ও মাই ফাদর। গুড মর্নিং আর কেউ বলে না’। আভেরীর কথা শুনে হাসি থামিনি রচনার।
আশালতা ব⭕ৌদি হয়🔴ে মাস কয়েক আগেই সোহাগ চাঁদ ধারাবাহিকে অংশ হয়েছিলেন আভেরী। তার আগে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র মতো ওয়েব সিরিজে দেখা মিলেছে আভেরীর।
বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’। কত্ত শো এল, গেল কিন্তু দিদি নম্বর ১-এর জনপ্রিয়তা অটুট। আর এই শো-এর সঙ্গ ওতোপ্রোতღভাবে জড়িয়ে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রতিদিন বিকাল ৫.৩০টা বাজলেই গ্রাম বাংলা, শহরতলি, এমনকী খাস কলকাতার মা-মাসিমা,কাকিমা-জেঠিমারা বসে পড়েন টিভির সামনে। অন্যদিকে রবিবার রাত ৮.৩০টায় দেখা যায় এই শো।
দিদি নম্বর ১-এর মঞ্🧔চে সেলেবরা যেমন হাজির হন, তেমনই আম জনতাও পৌঁছান নিজেদের জীবনযুদ্ধের কথা নিয়ে। সেই নিয়ে অবশ্য ট্রোলিং বা হাসাহাসিও কম হয় না। তবে রচনা ও তাঁর শো-এর প্রশংসকের সংখ্যাই বেশি। প্রায় ১৩ বছর ধরে বাংলা টেলিভিশন কাঁপাচ্ছে জি বাংলার হিট শো ‘দিদি নম্বর ১’। গত সপ্তাহেও টিআরপি তালিকায় অটুট দিদি ম্যাজিক। '❀দাদা' সৌরভে দশ গোল দিয়ে ৬.৭ রেটিং পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় এক নম্বরে (নন ফিকশন) রচনা।