আসছে দাবাড়ু। আগামী ১০ মে মুক্তি পাচ্ছে পথিকৃৎ বসু পরিচাꦡলিত এই ছবিটি। উইন্ডোজের প্রযোজনায় মুক্তি পাওয়া এই ছবিতে উঠে আসবে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠার গল্প। সেখানেই নায়কের দাদুর চরিত্রে দেখা যাবে দীপঙ্কর দে-কে। আর সেই ছবি মুক্তির আগেই ছোট পর্দায় ফেরা থেকে বর্তমান সময়ের অভিনেতা, সহ একাধিক প্রসঙ্গে কী জানালেন দীপঙ্কর দে?
সিনেমায় কাজ পাওয়া প্রসঙ্গে কী জানালেন অভিনেতা?
সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপঙ্কর দে জানিয়েছেন তাঁকে নাকি আজকালকার প্রজন্মের পরিচালকরা মধ্যমানের শিল্পী বলে মনে করেন। তাই জন্যই নাকি তিনি ছবিতে কাজ পান না। দীপঙ্করের কথায়, 'চোখের সামনে দেখতে পাচ্ছি সমবয়সী একজন অভিনেতা সব ছবিতেই কাজ করছেন। তিনি নিশ্চয় খুব ভালো কাজ করছেন। তবে সেই ছবিগুলোর চিত্রনাট্যে আমার মতো অভিনেতার জায়গা হচ্ছে না। আমার মতো অভিনেতাকে ব্যবহার করার জন্য কোনও চ✱িত্রনাট্য হচ্ছে না।'
ছোট পর্দায় ফেরা নিয়ে কী বললেন দীপঙ্কর?
বর্তমানে দীপঙ্কর দে-কে স্টার জলসার জনপ্রিয় মেগা বঁধুয়ায় দেখা যাচ্ছে। সেখানে তিনি নায়ক অর্থাৎ রেজওয়ান রব্বানি শেখের দাদুর চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু হঠাৎ আবার ছোট পর্দায় ফিরলেন কেন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দীপঙ্কর জানান, 'ছোট পর্দায় কাজ করে খালি মনই ভরে, পেট ভরে না। টেলিভিশনে শেখার কোনও জায়গা নেই। তাই ১২ দিনের মতো কাজ রাখি আমি। এতে আমার যা যতটুকু প্রয়োজন ততটুকু উঠে আসে। তবে আজকাল অনেকেই কেবল টাকার জন্য ছোট পর্দায় কাজ করেন না।' তাহলে কিসের জন্য কাজ করেন তাঁরা? এই প্রসঙ্গে দীপঙ্কর দে জানান, 'শ্যুটিংয়ের ফাঁকে তাঁরা রিল বানান। ৮-১০টা রিল বানিয়ে পোস্ট করেন। সেটা মুম্বইয়ের কারও চোখে 𒐪পড়লে ওখানে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যায়।'