রামকমল মুখোপাধ্যায়ের ছবিতে বিনোদিনী হয়ে আসছেন🐲 রুক্মিণী মৈত্র। এখবর বহু পুরনো। তবে 'বিনোদিনী-একটি নটীর উপꦛাখ্যান' ছবির জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে 'বিনোদিনী'র সেই লুক দেখে সকলেই মুগ্ধ হয়েছিলেন। তবে অভিনেত্রী আগেই বলেছিলেন চমকের এখন অনেক বাকি। ক্রমশ প্রকাশ্য…। সেই মতোই সোমবার সকাল সকাল সিনেমাপ্রেমীদের চমকে দিয়ে এক্কেবারে পুরোদস্তুর বিনোদিনী দাসী হয়ে হাজির হলেন রুক্মিণী।
পরনে চওড়া লালপাড়, স্লেট রঙের মসলিন বেনারসী শাড়ি, ঘটি হাতা লাল ভেটভেটের ব্লাউজ, সঙ্গে সোনার গয়না। মাথার চুল খোঁপা করা, সেই খোঁপা থেকে আলতো করে লাগানো🐻 ঘোমটা। প্রায় ১৪৮ বছরে বিনোদিনী দাসীর লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে রুক্মিণীর এই লুক। যে লুক দেখে হয়ত আচমকা কোনও বিগ বাজেটের বলিউড ছবি বলে হোঁচট খেতে হবে আপনাকেও…। সত্যিই তাক লাগানোর মতোই এই লুক। প্রসঙ্গত, আজ ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছবির শ্য়ুটিং।
এর আগে হিন্দুস্তানইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী রুক্মীণী মৈত্র জানিয়েছিলেন, এখন তিনি সারাদিনটাই বিনোদিনী নিয়ে থাকছেন। এই ছবির জন্য♌ নানা রকমভাবে প্রস্তুত হতে হচ্ছে। তিনি বলেছিলেন, ‘সাধারণত একটা ছবি করি, একটি চরিত্র, বড়জোর দ্বৈত চরিত্র থাকে। আর এখানে প্রায় ৭-৮টা চরিত্র রয়েছে। বিনোদিনী তো রয়েছ🎀েই, তারপর উনি যে যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেগুলিও রয়েছে। জানা যায়, উনি নাকি একটা নাটকে ৭-টি চরিত্রে অভিনয় করেছিলেন, এখানে আমার জার্নিটাও ঠিক তেমনই…।’
রুক্মিণীর কথায়, ‘সকাল ৯-১১ টা পর্যন্ত আমার এখন বিভিন্ন রকম প্রস্তুতি চলে। প্রথমে পায়ের এক্সারসাইজ, তারপর স♒ুদীপ্তা দি-র কাছে অ্যাক্টিং ওয়ার্কশপ ৩-৪ ঘণ্টার, নাচের রিহার্সাল, পুরো দিনটাই এখন আমার বিনোদিনীর। তাই কোথাও যাচ্ছি না। কিছুদিন আগে আমার এক কাছের এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম, নচেৎ কোথাও না। প্রস্তুতিটা কঠিন, কিন্তু সুন্দর। তবে বিনোদিনীকে যত চিনছি নারী হিসাবে গর্ব হচ্ছে।’
অভিনেত্রী আরও জানিয়েছিলেন, ‘আমি সাধারণত জিন্স, টি-শার্টেইꦡ থাকি। কিন্তু বিনোদিনী তো শাড়ি পরতেন, ওঁর সেই ওই বডি ল্যাঙ্গুয়েজটা নিজের মধ্যে নিয়ে আসা, সেটা আয়ত্ত করতেই আমার ওয়ারড্রব বদলে ফেলে পুরোপুরি ইন্ডিয়ান করে ফেলেছি। বাড়ি থাকলে সবসময়ই এখন শাড়ি পরি, তাও সেফটিপিন ছাড়া । আর সেই রুক্মিণী নেই। পাগল পাগল লাগছে, তবে এই পাগলামিতে ভীষণ মজা।’