আর মাত্র ৮ দিন! ভ্যাপসা গরমে যখন প্রাণ ওষ্ঠাগত তখনই ‘উচ্ছেবাবু’ আদৃতের সঙ্গে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মজে কৌশাম্বি চক্রবর্তী। আগামী ৯ই মে আদৃতে বাঁধা পড়বেন অভিনেত্রী। বাঙালি রীতিনীতি মেনেই সাত পাক ঘুরবেন দুজনে। মিঠাই সিরিয়ালের সেটে শুরু এই প্রেমের গল্প অবশেষে কাঙ্খিত পরিণতি পাবে। আরও পড়ুন-ক্লান্তি চোখেমুখে! ‘আর তো শেষই হচ্ছে না…’, কীসে এত ඣবিরক্ত আদৃত-প্রিয়া কৌশাম্বি
🌱পর্দায় ভাই-দিদির সম্পর্কে দর্শক দেখেছে তাঁদের। স্ক্রিনে ‘দিদিয়া’ বলে কৌশাম্বিকে ডাকত মিঠাইয়ের নায়ক। যদিও বাস্তবে তাঁদের সম্পর্কটা মোটেই ভাইবোনের মতো নয় তা ধীরে ধীরে প্রকাশ্যে আসে। কৌশাম্বির আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে সম্পর্কে ছিলেন আদৃত, তাঁদের বিয়েও প্রায় চূড়ান্ত ছিল। ২০২২ সালের ডিসেম্বরে আদৃত-সুপ্রিয়ার বিয়ের পাকা কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। অন্যদিকে কৌশাম্বিরও আগের প্রেম টেকেনি।
স্টার জলসার ‘বিধির বিধান’ (২০১২) সিরিয়ালের প্যারালাল লিড হিসাবে অভিনয়ে হাতেখড়ি কৌশাম্বির। সেটা🌌 এক দশকেরও বেশি সময় আগের কথা। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আদৃতের চেয়ে অনেক সিনিয়র কৌশাম্বি। স্কুলজীবন থেকেই অভিনয়ের জগতে তিনি। ইন্ডাস্ট্রির সিনিয়র এবং পর্দায় দিদি হলেও বাস্তবে কিন্তু আদৃতের চেয়ে অনেকটাই ছোট কಞৌশাম্বি।
অভিনেত্রীর বয়স বর্তমানে ২৮ বছর। কৌশাম্বি জানিয়েছ🌞েন, তাঁর জন্ম ১৯৯৬ সালের ১৪ই জুলাই। অন্যদিকে আদৃত রায়ের জন্মদিন ১৯৯২ সালের ২৫শে মে অর্থাৎ বৈশাখ মাসেই জন্ম নায়কের। সেই হিসাবে বয়সে আদৃতের চেয়ে ৪ বছর দেড় মাসের ছোট কৌশাম্বি।
হাওড়ার মেয়ে কৌশাম্বি। তাঁর ডাকনাম ডোনা। দুই ভাই-বোন তাঁরা। কৌশাম্বির বড় দাদার নাম সোহম চক্র𝔍বর্তী। কৌশাম্বির চেয়ে ৬ বছরের বড় তিনি। আগে বর্তমান পত্রিকায় দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে কৌশাম্বি জানিয়েছিলেন, ‘কিছুদিন হল ব্রেক আপ হয়ে গিয়েছে। এখন আমি হ্যাপিলি সিঙ্গল।’ শোনা যায় এর আগে অভিনয় জগতের বাইরের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন কৌশাম্বি।
পুরোদমে আপাতত বিয়ে𝕴র শপিং সারছেন কৌশাম্বি। সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি শেয়ার করে নেন কৌশাম্বি। সঙ্গে টলিপাড়ার আরেক অভিনেত্রী সৌমশ্রী ভট্টাচার্য। চোখমুখে বেজায় ক্লান্তি হবু কনের। ক্যাপশনে লিখলেন, ‘কখনো শেষ না হওয়া শপিং…’। একটি গোলাপি টি-শার্ট ছিল কৌশাম্বির গায়ে। বিয়ের জল পড়ার আগেই যেন সৌন্দর্য আরও খোলতাই হয়েছে।
আপাতত কৌশাম্বি কাজ করছেন ফুলকি সিরিয়ালে। সেখানে তাঁর পারোমিতা চরিত্রটি বেশ মন কেড়েছে সকলের। টিআরপি তালিকাতেও ভালো ফল এই ধারাবাহিকের। অন্য দিকে, আদৃতকে এরপর দেখা যাবে পাগল প্রেমী সিনেমাতে। আদৃত ছোট পর্দা দিয়ে জনপ্রিয়তা পেলেও, শুরুটা হয়েছিল সিনেমা দিয়েই। ফের এ⛎কবার ভাগ্য অন্বেষণে তিনি। এসভিএফের প্রযোজনায় আসছে এই সিনেমা। শ্যুটিং আগ🍸েই শেষ। যদিও সিনেমা মুক্তি নিয়ে এখনও কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি।