আরজি কর কাণ্ডের পর ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে…’, এমন মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। আর সেই বিতর্কের জেরে লন্ডনে বাতিল হয়েছিল সৌরভপত💎্নী, নৃত্যশিল্পী ডোনার একটি শো। তবে এই ঘটনার পর ডোনা জানিয়েছিলেন, একটি অনুষ্ঠান বাতিল হলেও সব হয়নি। আর এবার পুজোয় লন্ডনেরই এক অনুষ্ঠানের জন্য নাচের মহড়ায় দেখা গেল ডোনাকে।
ডোনার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, লন্ডনের ক্যামডিয়ান পুজোয় অনুষ্ঠান করতে চলেছেন তিনি। আর সেই কারণেই মহড়া দিতে দেখা গেল ডোনাকে। একটা গানের দলের সঙ্গে সংস্কৃত শ্লোকে নৃত্য অনুশীলন করতে দেখা যাচ্ছে ডোনা গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে দেখা গেল তবলা বাদক ও কী বোর্ড বাদককেও। ভিডিয়োটি পোস্ট করে ডোনা নিজেই ক্যাপশানে লিখেছেন, ‘Rehearsal for Cꦬamdian Pujo London’ অর্থাৎ লন্ডনে ক্যামডিয়ান পুজোর অনুষ্ঠানের জন্য মহড়া চলছে।
আরও পড়ুন-প্রেমিকা নয়, হবু শাশুড়ি মা-কে I Love You বলে গান গা🔜ইলেন দেব! লজ্জায় লাল রুক্মিণী
ভিডিয়োর নিচে অনেকেই যেমন তাঁর আরজি কর ইস্যুতে মন্তব্য নিয়ে ট্রোল করেছেন। আবার অনেকেই ডো🏅নার নৃত্যশৈলীর প্রশংও☂সা করেছেন।
প্রসঙ্গত আরজি করের ঘটনার পর বর্ধমানের তৃণমূল বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোনা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই বেফাঁস মন্তব্য✃ করে বসেন তিনি। সুপ্রিম কোর্টে তরফে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ডোনাকে। তারই জবাবে সেদিনജ সৌরভপত্নী বলে বসেছিলেন, ‘এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’
আর ডোনার এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়’, সৌরভপত্নীর এধরনের মন্তব্য মোটেও ভালো চোখে নেননি অনেকেই। আর ঘটনার পর লন্ডনে মহালয়ার সময় ডোনার যে অনুষ্ঠান করার কথা ছিল তেমন একটি অনুষ্ঠান বাতিল হয়। এই অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে উদ্যোক্তারা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ‘আমাদের মহালয়া ইভেন্টে কিছু বদল আনা হয়েছে। আপনাদের জানাতে চাই যে, একাধিক সদস্যের অনুরোধ ও তাঁদের আবেগকে মর্যাদা দিয়ে, বোর্ড অফ ট্রাস্টি সিদ্ধান্ত নিয়েছে, মহালয়ার ইভেন্ট থেকে ড🍎োনা গঙ্গোপাধ্যায়ের নাচ বাতিল করার।’
তবে এই অনুষ্ঠান বাতিল হ🦩ওয়ার কথা স্বীকার করে নিলেও তখনই জানিয়েছিলেন, 'সব অনুষ্ঠান বাতিল হয়নি, একটি হয়েছে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, প্রায় প্রতিদিনই শো আছে।’' সেই মতই পুজোর শোয়ের জন্য মহড়ায় অংশ নিতে দেখা গেল ডোনাকে।