চলতি বছরের ২৪ মার্চ, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্য়াতনামা পরিচালক প্রদীপ সরকার। 'পরিণীতা', 'মর্দানি'র সহ বেশকিছু সুꦐপারহিট ছবি বান൩ানোর জন্য চর্চিত ছিলেন প্রদীপ সরকার। ২০২২-এ Zee5-এর ‘দুরাঙ্গা’র মতো ওয়েব সিরিজের প্রথম সিজনের পরিচালক ছিলেন প্রদীপ। দ্বিতীয় সিজিনটি অবশ্য পরিচালনার দায়িত্ব নেন রোহন সিপ্পি। তবে ‘দুরঙ্গা’র প্রথম সিজনটি বানানোর সময়ই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক প্রদীপ সরকার। সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী দৃষ্টি ধামি।
দৃষ্টি ধামি, যিনি কিনা প্রদীপ সরকারের পরিচালনায় 'দুরঙ্গা'র প্রথম সিজ💜নে অভিনয় করেছিলেন। সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দৃষ্টি। তিনি বলেন, ‘উনি (প্রদীপ সরকার) প্রথম সিজন পরিচালনা শেষ করার পরেই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা দ্বিতীয় মরসুমে শ্যুট🦋িং শুরুর পর থেকেই নাইট শিফটেও কাজ করেছি, যখন শুনলাম উনি মারা গিয়েছেন। উনি অনেক দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা যখন প্রথম অংশের শুটিং করছিলাম তখনও উনি শারীরিকভাবে বিশেষ ভালো ছিলেন না’।
আ▨রও পড়ুন-সদ্যোজাতকে কোলে নিয়ে আবেগে ভাসলেন কঙ্গনা, শুভেচ্ছার বন্যায় ভাসলেন 'কুুইন'
আরও পড়ুন🎃-এবার দুর্গাপুজোয় কী করছ🅷েন মুম্বইয়ের বাঙালি তারকা দেবিনা, টিনা, তানিশারা?
দৃষ্টি জানান, 'প্রদীপ সরকার হাসপাতাল থেকে ফিরে আসার পরে আরও একটা প্রকল্পের▨ কাজ শুরু করার জন্য প্রস্তুত ছিলেন। যেটার প্রাক-প্রোডাকশনও শুরু করে দিয়েছিলেন প্রদীপ সরকার। তবে হাসপাতাল থেকে ফেরার পর তাঁর আর কা𒁃জে ফেরা হয়নি। '
প্রসঙ্গত, ছোটপর্দার দৌলতেই বেশ পরিচিত অভিনেত্রী দৃষ্টি ধামি। ‘মধুবালা: এক ইশক এক জুনুন’, ‘গীত হুই ♐সবসে প্যায়ারি’র মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান দৃষ্টি। তবে বর্তমানে অবশ্য ছোটপর্দা থেকে OTT-তেই বেশি দেখা যাচ্ছে দৃষ্টিতে।