অতীত ভুলে একদিন ভালোবেসে একে-অপরকে হাত ধরেছিলেন। এরপর ২০২৩ সালে ৯ মার্চ ঘটা করেই সাতপাকে বাঁধা পড়েন দুর্নিবার সাহা ও মোহর সেন। যদিও এই বিয়ে নিয়ে নেটপাড়ায় কিছু কম কটাক্ষ শুন👍তে হয়নি দুর্নিবার-মোহরকে। কারণটা এতদিনে অনেকেরই জানা। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যেই মোহরের ✤সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন দুর্নিবার। নিজে দাঁড়িয়ে থেকে কন্যা সহ মোহরের এই বিয়ে দেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে যে যাই বলুক, আপাতত সুখেই ঘরকন্যা করছেন এই দম্পতি।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্মও দিয়েছেন ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। নাম রেখেছেন অবয়ব। ছেলের অবয়বের সঙ্🧸গে নেটনাগরিকদের পরিচয় করালেও, সন্তানের মুখ এখনও দেখাননি দম্পতি। তাই খুদেকে দেখার অপেক্ষাতেই দিন গুণছিলেন অনুরাগীরা। অবশেষে ১২ মে ‘মা দিবস’-এ ছেলে কোলে ছবি দিলেন মোহর সেন। সেই ছবিতে দেখা গেল হাউস কোট পরে ছেলে কোলে বসে রয়েছেন মোহর। শিশুটির একমাথা চুল। মোহরের আঙুল ছেলের গাল ছুঁয়ে রয়েছে। তাঁর🥂 চুল খোলা। বোঝাই যাচ্ছে ৩ মাসের ছেলেকে নিয়ে রাতেই তোলা হয়েছিল এই ছবি। এই ছবি পোস্ট করে ক্যাপশানে মোহর লিখেছেন, ‘আমিও নাকি মা।’
অর্থাৎ বেশ বোঝা যাচ্ছে সন্তানের জন্ম ও মাতৃত্ব নিয়ে এখনও বিস্ময় কাটেনি মোহরের। বিস্মিত হওয়🌃ার মতোই বিষয় বটে। মাতৃত্ব, সন্তান সুখ সত্যিই 🔜বড় অদ্ভুত অনুভূতি। জীবনের এক অমূল্য প্রাপ্তি বলেই মনে করেন মায়েরা।
তবে নাহ, এই ছবিতেও দুর😼্নিবার-মোহরের সন্তানের মুখ দেখা যায়নি। তাই তাঁকে দেখার জন্য হয়ত আরও অপেক্ষা করতে হবে অনুরাগীদের। তবে মা দিবসে শুধু ছেলের নয় নিজের দুই মায়ের সঙ্গেও ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা ওরফে মোহর। একজন মোহরের নিজের মা অরুণ𝄹িমা সেন, আরেকজন তাঁর শাশুড়িমা অর্থাৎ দুর্নিবারের মা ডালিয়া বসু সাহা।
প্রসঙ্গত, শোনা যায়, ২০২১-এর ডিসেম্বরে সামপ্লেস এলস-এ একটা শো শুনতে গিয়ে প্রথম আলাপ মোহর আর দুর্নি🌼বারের। এদিকে সেই বছরের শুরুতেই ছাড়াছাড়ি দুর্নিবার ও তাঁর প্রথম স্ত্রীর। এই আলাপ নিমেষেই গড়ায় বন্ধুত্বে তারপর প্রেমে! তারপর বিয়ে। এরপর দু'বছরের মাথাতে বিয়েও সারেন তাঁরা। পরে জানা যায় দুর্নিবার ও মোহর বাবা-মা হতে চলেছেন। এরপর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটা কার্ড শেয়ার করেন দুর্নিবার। যাতে বড় বড় করে লেখা, ‘ছেলে হয়েছে --মোহর-দুর্নিবার’। সঙ্গে আরও লেখা, ‘কখনও ভাবতেই পারিনি একটা কান্না আমাদের এতটা আনন্দ দেবে।’