করণ জোহর এবং একতা কাপুর, বলিউডের গ্ল্যামার দুনিয়ার অতি পরিচিত দুই নাম। একটা সময় হিন্দি টেলিভিশনের জগতে রাজত্ব করেছে এক𝔉তা। এখন নিয়মিত ছবি প্রযোজনা করছেন জিতেন্দ্র কন্যা। করণ তো এই মাঠের পুরোনো খিলাড়ি, তবে প্রতিযোগিতার বাইরে তাঁদে বন্ধুত্ব বহুদিন ধরেই ৷ বন্ধুত্ব এতটাই মজবুত যে একবার প্রকাশ্যে একতাকে বিয়ে করার ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚইচ্ছে প্রকাশ করেছিলেন করণ, রাজিও হয়ে যান একতা! তবে সেই বন্ধুত্বে এবার চিড় ধরল নাকি?
বক্স অফিসে এবার মুখোমুখি লড়াইয়ে দুই পুরোনো বন্ধু। গত নভেম্বরেই সামনে এসেছিল প্রযোজক হিসাবে হাত মেলাচ্ছেন করণ-একতা। প্রথমবারের জন্য যৌথ উদ্যোগে ♔ছবি প্রযোজনা করবেন তাঁরা, যে ছবির নায়ক হবেন কর্তিক আরিয়ান। কিন্তু তার আগেই বক্স অফিসে যুদ্ধ! ধর্মা প্রোডাকশনের মিস্টার অ্যান্ড মিসেস মাহি মুক্তি পেতে চলেছে ২০২৪-এর ১৯শে এপ্রিল, আর প্রেম দিবসে একতা জানালেন তাঁর পরবর্তী ছবি ‘লাভ-সেক্🍬স- অউর ধোঁকা ২’ মুক্তি পাবে ওই তারিখেই।
রাজ কুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত মিস্টার অ্যান্ড মিসেস মাহি মুক্তি পাওয়ার কথা ছিল মার্চে। তবে নিজের প্রোডাকশনের অপর ছবি ‘যোদ্ধা’কে সেই স্লট ছেড়েছেন করণ। আসলে সিদ্ধার্থ মালহোত্রার ছবিটি গত ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা ছিল তবে ডানকি এবং সালার সুনামি থেকে যোদ্ধাকে বাঁচাতে ছবির মুক্তি পিছানোর সিদ্ধান্ত নেন করণ। এদিন LSD2-এর মোশন পোস্টার শেয়ার করেন একতা। ২০১০ সালে মুক🌜্তি পেয়েছিল দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অউর ধোঁকা’, সিকুয়েল নিয়ে ফিরছেন বাঙালি পরিচালক।
মোশন পোস্টারে লেখা গেল একটি হৃদপিণ্ডের, সেই হৃদপিণ্ডে জড়ানো রয়েছে অজস্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবের আইকন। অর্থাৎ মানুষের জীবন এখন কতখানি সোশ্যাল মিডিয়া নির্ভর, প্রেম-যৌনতা এ🍸বং সম্পর্কে ধোঁকা খাওয়ার বিষয়েও জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। ছবির কাস্টিং নিয়ে এ💫খনও বিশেষ তথ্য় সামনে আসেনি।
প্রসঙ্গত, বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে করণ জোহর বলেছিলেন, ‘একতা আমার খুব ভালো বন্ধু৷ আমরা সব কিছু শেয়ার করি৷ তাই একতা রাজি থাকলে আমি ওকে বিয়ে করতে পারি!’ জিতেন্দ্র কন্যা পালটা জবাবে বলেছিলেন,'ভালো বন্ধু বলেই আমাদের মধ্যে প্রেমটা সেভাবে হল না৷ তবে আমাকে যদি করণ প্রোপোজ করে তাহলে হ্যাঁ করে ♔দেব৷ কারণ আমরা দু’জন দারুণ জুটি৷’ প্রসঙ্গত, দুজনেই বলিউডের সিঙ্গল পেরেন্ট। যশ ও রুহির সারোগেট বাবা করণ। অন্যদিকে সারোগেসির মাধ্যমে রবির মা হন একতা।