সাপের বিষ মামলায় অভিযু🌞ক্ত ইউটিউবার এলভিস যাদব। এবার হাইকোর্টে পুলিশি সুরক্ষা চাইলেন এই মামলার দুই মূল অভিযোগকারী। বহুবার হুমকি ফোন এসেছে বলে জানান অভিযোগকারী দুই ভাই সৌরভ ও গৌরব গুপ্তা। এবং বারবার তাঁদের অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা সৌরভ ও গৌরব। কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীর পিপল ফ💖র অ্যানিম্যালস (পিএফএ) সংগঠনের সদস্য এই দুই ভাই । এই প্রসঙ্গে তাঁদের বক্তব্য, 'আমরা যাদবের ভিডিও রেকর্ড করেছি এবং সাপের বিষকে মাদক হিসাবে ব্যবহার করার জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি'
আরও পড়ুন: 'আর তဣর সইছে না...' কীসের জন্য অধৈর্য হয়ে পড♈়ছেন ভিকি?
গত বছরের নভেম্বর মাসেই এ𓆏লভিসের বিরুদ্ধ♎ে এই ধরনের অভিযোগ আনেন তাঁরা।এ বিষয়ে বিচারপতি জসজিৎ সিং বেদীর বেঞ্চ হরিয়ানা সরকারকে নোটিশ জারি করেছে এবং ১৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
আরও পড়ুন: অ্যানিম্যাল বিতর্কে সন্দীপের পাশেই সৃজিত? বললেন, 'ছবি♍তে কী কতটা থাকবে স🦩েটা পরিচালকের...'
সম্প্রতি 'ম্যাক্সটার্ন' নামে পরিচিত ইউটিউবার সাগর ঠাকুরের সঙ্গে একটি নতুন বিতর্কে জড়ান যাদব। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বন্যপ্রাণী সুরক্ষা আইন, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিসি) আইন এবং ২৮৪ (নিরাপত্তা বিপন্ন বিষ সম্পর্কিত অবহেলামূলক আচরণ) এব✅ং ২৮৯ (প্রাণীদের প্রতি অবহেলামূলক আচরণ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ঘরে ভাঙা ইলেকট্র💮নিক্স জমিয়ে রাখেন🎉? মারাত্মক আর্থিক সংকট ডেকে আনছেন
যাদব ছাড়াও ছয় অভিযুক্তের কাছ থেকে পাঁচটি কোবরা, একটি পাইথন, দুটি বালি সাপ এবܫং একটি ইঁদুর সাপ - নয়টি সাপ এবং একটি ইঁদুর সাপ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: শুধু ওষুধ নꦚয়! বিশেষ পথ্যেও কমবে ব্লাড সুগার, ঘরোয়া এই জিনি🅘সগুলির নাম জেনে নিন
পৃথকভ💮াবে, ভেটেরিনারি বিভাগের একটি মেডিকেল রিপোর্টে নয়টি সাপেরই বিষগ্রন্থি নেই বলে জানা যায়। আটটি সাপের বিষদাঁতও পাওয়া জায়নি বলে জানা গিয়েছে।