রেশন দুর্নীতির মামলায় নাম জড়াল ঋতুপর্ণা সেনগুপꦐ্তর। অভিনেত্রীকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগেও অভিনেত্রীর ডাক পড়েছিল ইডি-তে। তবে তা, ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। বৃহস্পতিবার সামনে এল, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে।
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা গ্রেফতার হয়েছেন। তবে এবার হঠাৎ ঋতুপর্ণার নাম আসা নিসন্দেহেই বড় চমক। যদিও অভিনেত্রীর তরফে, এখনও এই নিয়ে মুখ খোলা হয়নি। তিনি ৫ জুন ইডি অফিসে হাজিরা দেবেন কি না, তাও স্পষ্ট নয়। কারণ অযোগ্য-র মুক্তি নিয়ে বড়ইꦉ ব্যস্ত তিনি।
আরও পড়ুন: ফোলা ফোলা 💮গাল! হীরামান্ডি-র লাস্যময়ী নায়িকার এ কী হাল, বলুন তো কার ছবি এটা
২০১৯ সালে রোজভ্যালি𒁏 কাণ্ডে শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু একসময় বেশ কিছু বাংলা ছবির প্রযোজনা করেছিলেন। তাতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ-সহ একাধিক শিল্পী। আর সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের খোঁজ নিতেই তিনি গিয়েছিলেন ইডি অফিসে। এখানেই শেষ নয়, অভিনেতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছিল রোজভ্যালি গোষ্ঠীর। ছর আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পা রেখেছেন তিনি। এটা হবে তাঁর দ্বিতীয়বার।
আরও পড়ুন: ‘হাসি💙ন জাহান লাইট’! হার্দিক T꧋20 বিশ্বকাপ খেলতে যেতেই পোস্ট নাতাশার, চটল ভক্তরা
সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। সেই রেশন দুর্নীতি মামলার সঙ্গে ঋতুপর্ণা কীভাবে যুক্ত, তা স্পষ্ট জানা যায়নি। অভিনেত্রীর কাছে ইডি-র নোটিস আসার খবর মিলতে রীতিমতো শোরগোল জনগ🍌ণের মধ্যে।
আরও পড়ুন: জয়ার পর, ঐশ্বর্যর ‘অপমান’ অমিতাভেরও? নেট𒊎পাড়া খচে লাল, বউমার 🐟সঙ্গে এ কী করলেন বিগ বি
ঋতুপর্ণা আর প্রসেনজিৎ জুটির ৫০ নম্বর সিনেমা হতে চলেছে অযোগ্য। ছাড়াও ছবিতে রয়েছেন শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তীরা। ছবির পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজনা সুরিন্দর ফিল্মসের। পর্ণা ওরফে ঋতুপর্ণার প্রাক্তন প্রেমিক হল প্রসেন ওরফে প্রসেনজিৎ। আর পর্ণার স্বামী রক্তিম অর্থাৎ শিলাজিৎ। মাঝে ১৫ বছর কোনও সিনেমা করেননি দুজনে। ফের🌜েন শিবপ্রসাদ-নন্দিতার প্রাক্তন দিয়ে। এরপর এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়েরই ‘দৃষ্টিকোণ’ সিনেমায় করেন কাজ। আর এবার পালা ‘অযোগ্য’-র।