সদ্য (২২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সুপারস্টার দেবের ‘প্রধান'। আর সেই ছবিতেই ‘দীপক প্রধান’ দেবের বিশ্বস্ত অনুচর পুলিশ আধিকারিক ‘বিবেক’। এই চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার আরও একজন জনপ্রিয় তারকা সোহম চক্রবর্তী। দীপক আღর বিবেকের এই বন্ধুত্বটা কিন্তু শুধু 'প্রধান' ছবিতেই সীমাবদ্ধ নয়। এই বন্ধুত্ব রয়েছে বাস্তবেও। সম্প্রতি Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে দেবের সঙ্গে বন্﷽ধুত্ব নিয়ে মুখ খোলেন সোহম চক্রবর্তী।
তাঁর কতটা কাজের বন্ধু সুপারস্টার দেব? এপ্রশ্নে সোহম বলেন, ‘আসলে ইন্ডাস্ট্রিতে একে অন্যের সঙ্গে সম্পর্কগুলো ভীষণ ফরম্য়াল। আমি এটা বলতে পারি যে দেবের সঙ্গে আমার সম্পর্কে কোᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনও ফরম্য়ালিটি নেই। আমি আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে যেভাবে কথা বলি, যেমন আলোচনা করি, দেব আমার তেমনই বন্ধু। এখানে কোনও সীমাবদ্ধতা নেই। শুধু অনুষ্ঠানে♚ দেখা হয় এমন নয়, ও আমার বাড়িতে আসে, আড্ডা হয়। ও কখনও আমার কোনও ভুল ত্রুটি ধরতেও দ্বিধা করে না, যেটা ভুল ও আমায় বলতে পারে। এমনই বন্ধু আমরা।’
আরও পড়ুন-ওরা নাকি নাকউঁচু, বাংলা ছবি দেখে না! কিন্তু আমাদ🥃ের দেখলেই সেলফি তুলতে আসে: সোহম
আরও পড়ুন-'ও তো বিয়ে না করেও বন্দি', দেবের মনের কথা ফাঁস কღরলে🎀ন সোহম!
দেব-সোহমের বন্ধღুত্বে গভীরতা যে রয়েছে, তা তো বোঝা গেল। তবে ব্যক্তিগত জীবনে সোহম যেখানে দীর্ঘদিনের বন্ধবীকে বিয়ে করে ১০ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন, সেখানে দেব এখনও ব্যাচেলার। যদিও রুক্মিণী মৈত্রর সঙ্গে বহু বছর ধরে চুটিয়ে প্রেম করছেন দেব। টলিপাড়ায় বেশ চর্জিত ও জনপ্রিয় দেব-রুক্মিণী জুটি। তাই বন্ধু দেবকে কি বিয়ের পরামর্শ দেবেন সোহম?
দেবের বিয়ের কথা 🍃উঠতেই সোহম বলেন, ‘আরে দেব তো বিয়ে না করেও বিবাহিত! বেচারা আরও কষ্টে আছে (মজা করে)। ও বলে, ভাই তুই বিয়ে করে পরাধীন, আর আমি না𝕴 করে। আমি বললাম, যখন পরাধীন, তাহলে বিয়ে করে লাইসেন্সটা নিয়েই নে। (হাসি)’
বিয়ে করা আর 🔯বিবাহিত জীবনে সুখী হওয়া নিয়ে সোহম এদিন বলেন, ‘এটা আসলে নির্ভর করে, কেমন সঙ্গী পাচ্ছেন। কারণ, গোটা জীবনটা কাটানো। সঙ্গী নিজের মতো হলে কোনও সমস্যা নেই, আর না হলেই সমস্যা। তবে হ্যাঁ, আমি তনয়ার মতো একজন স্ত্রী পেয়েছি। যাঁর সঙ্গে আমি যখন সোহম হইনি, তখন থেকে সম্পরඣ্ক। সেই তখন থেকে ও আমায় বিশ্বাস করে। আর বিয়ের পরও ১০ বছর হয়ে গেল। আমি এখনও বেঁচে আছি (মজা করে)।’ তবে সোহম এদিন অকটে স্বীকার করে নেন ‘হ্য়াঁ, তবে আমি সুখী।’