বেশকিছুদিন আগেই শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি! শুরু থেকেই বারবার আলোচনায়, চর্চায় উঠে আসছে এই ধারাবাহিক। সিরিয়ালে রয়েছে একাধিক স্টারকাস্ট। মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায়♛, স্নেহা চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, রাজশ্রী ভৌমিক, রীতা দত্ত চক্রবর্তীর মতো বহু পরিচিত জনপ্রিয় মুখদের দেখা যাচ্ছে এই ধারাবহিকে। তবে ৫ নারীর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হলেও এই মুহূর্তে ‘কার কাছে কই মনের কথা’তে সেই ঘুরে ফিরে আসছে শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, সংসারের টানাপোড়েনের গল্প, বউমার উপর শাশুড়ির মানসিক নির্যাতনের কথা। সে তো না হয় হল, কিন্তু তারপরেও TRP-তালিকার সেরা দশে কেন আসতে পারছে না ‘কার কাছে কই মনের কথা’?
‘কার কাছে কই মনের কথা’ নিয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বেশকিছু প্র💙শ্নের জবাব দিলেন মানালি দে।
এখনও পর্যন্ত TRP-র সেরা দশে নেই ‘কার কাছে কই মনের কথা’, এটা নিয়ে কিন্তু চিন্তিত?
মানালি: আমি আসলে TRP নিয়ে খুব একটা মাথা ঘামাই না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্💃টা করি। ভালো ফল এলে নিশ্চয় ভালো লাগে। আর না হলে আরও ভালো করার চেষ্টা করব। এটা শুধু আমি নয়, আমার মনে হয় গোটা টিমই নি𓆏জের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এবার দেখা যাক…।
৫ বন্ধুর গল্প নিয়ে ধারাবাহিকটি শুরু হলেও এটা কিন্তু সেই শাশুড়ি-বউমার গল্পতে ফিরে গেছে…
মানালি: না, না তা কেন! বন্ধুরাও আছে। আমি বলব খেয়াল রাখবেন, গল্প আস্তে আস্তে সে পথেই ঢুকবে। কেউ নিয়মিক ধারাবাহিক দেখলেই বুঝবেন, পারিবারিক সমস্যা যেমন দেখানো হচ্ছে▨, তেমনই কোনও না কোনও বন্ধুও পাশে আসছেন সাহায্যের জন্য। এটা শুরু হয়েছে বেশিদিন হয়নি। আমরা মূল গল্পে আস্তে আস্তেই ঢুকছি। এখানে শাশুড়ি বউমার সমস্যা যেমন দেখানো হচ্ছে, তেমনই কিন্তু পাড়ার বন্ধুরা, বউরা হাত বাড়িয়ে দিচ🐬্ছেন, সেটাও দেখানো হচ্ছে। ইতিমধ্যেই সেটা দেখতে পেয়েছেন দর্শকরা, আরও পাবেন।
ধারাবাহিকে শাশুড়ি-বউমার যে বিষয়টি দেখানো হয়েছে, বিশেষ করে ফুলশয্যার রাতের বিষয়টা, যা নিয়ে এত চর্চা হল এবং হচ্ছে, তাতে আপনার কী বক্তব্য?
মানালি: আসলে বাস্তবেও এমন অনেক ঘটনা ঘটে। সবই বাস্তব থেকেই উঠে আসা। হয়ত আমি এধরনের ঘটনার মুখোমুখি হইনি, তারমানে এই নয় যে আর কোনও মেনে এমন ঘটনারﷺ মুখোমুখি ব্যক্তিগত জীবনে হননি। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই দেখবেন বহু মহিলা নিজের জীবনে এধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা লিখেছেন। অনেকেই বলছেন, শুধু শিমুলের জীবনে নয় তাঁদের সামনেও এমন ঘটনা✱ তাঁরা দেখেছেন।
সাম্প্রতিক একটা খবর হয়ত অনেকেই খেয়ার করেছেন, যে একজন মহিলা ১৮ বছর সংসার করার পর ম𝄹ুখ খুলেছেন। ১৮ বছর সংসারের পর বলছেন যে তাঁর স্বামী ও অন্যান্যরা তাঁর উপর অ⛄ত্যাচার করেছেন। সেটা তিনি লাইভ করে বলেছেন। এমন ঘটনা কিন্তু প্রায়শই হয়। শুধু শিমুলের জীবনে নয়। অনেকেই প্রশ্ন তুলবেন কেন বাড়ি থেকে বের হয়ে যান না? আসলে এভাবে হয় না, অনেকেই সংসারের এমন অনেক সমস্যা মুখ বুঝে মেনে নেন, প্রতিমুহূর্তে মানিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করেন। তাই আমি বলব, আমাদের সিরিয়ালেও বাস্তবের গল্পই উঠে আসছে।
প্রসঙ্গত, এই সপ্তাহে ১ নম্বরের জন্য সেরা দশে আসতে পারেনি মানালি দে-র ‘কার কাছ কই মনের কথা’। প্রথম দশে রয়েছে প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.০), দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭), তৃতীয়-ফুলকি (৮.৫), চতুর্থ- রাঙা বউ (৭.৯), পঞ্চম- নিম ফুলের মধু (৭.💎৭), ষষ্ঠ- বাংলা মিডিয়াম (৬.৯,) সপ্তম- হরগৌরী পাইস হোটেল (৬.৬), অষ্টম- সন্ধ্যাতারা (৬.১), নবম- খেলনা বাড়ি (৬.০), দশম- এক্কা দোক্কা (৫.৭)। এদিকে ‘কার কাছে কই মনের কথা’র প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর ৫.৬। ১০ না থাকলেও এক্কেবারে সকলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মানালির এই ধারাবাহিক।