এক বছর আগে ডিভোর্সের জল্পনাকে ভুয়ো বলে উড়িয়েছিলেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। তবে ১২ মাসে বদলে গিয়েছে সবকিছু। ১৫ই নভেম্বর ‘ধুলোকণা’ খ্যাত অভিনে𝔍তার জন্মদিন। শুভেচ্ছা এসেছে তাঁর ‘স্ত্রী’ থুড়ি প্রাক্তন স্ত্রী সৌরভীর তরফেও। ইন্দ্রাশিসকে শুভেচ্ছা জানিয়ে আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার কথা বলেন স💯ৌরভী। যা দেখে অনেকের মনেই খটকা লাগে, তবে কি আর একসঙ্গে নিয়ে ইন্দ্রাশিস-সৌরভী?
জন্মদিনে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে এই প্রশ্ন রাখা হয়েছিল ইন্দ্রাশিসের সামনে। হতবাক হননি অভিনেতা। শান্ত গলায় উত্তর দিলেন, ‘আমাদের বহুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। এখন এটা নিয়ে কথা বলার মতো কিছু নেই। ১🦹০ বছরের প্রেম, ২ বছরের দাম্পত্য, আমাদের মধ্যে সত্যি তিক্ততা নেই। আমরা কিন্তু আজও বন্ধু। পুজোর সময়ও সব বন্ধুরা একসঙ্গে মিলে বের🅠িয়েছিলাম, সৌরভীর সঙ্গে প্রায়ই দেখা হয়। ডিভোর্স নিয়ে আলাদা করে বলবার মতো কিছু নেই।’
কেন এতদিন বিচ্ছেদের খবর গোপন রেখেছিলেন? ইন্দ্রা🤪শিস বললেন, 'আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়ে। ডিভোর্সটা তো কোনও পরিবারেই কাম্য নয়। আমাদের বাবা-মা রয়েছেন। তাঁদের যাতে কোনও রকম হ্যারাসমেন্ট না হয়, সেইদিকে নজর দিয়েছি। খুবই চুপিসাড়েই আমরা ডিভোর্স পর্বটা মিটিয়েছি। ২০২৩ সালেই ডিভোর্স পাকা হয়। আমরা দুজনেই এখন জীবনে মুভ অন করে গেছি। এর চেয়ে বেশি কিছু বলবার নেই'।
প্রায় এক দশকের প্রেম ইন্দ্রাশিস-সৌরভীর। ২০২১ সালে সাদামাটাভাবেই বিয়েটা সেরেছিলেন দুজনে। দু-বছরের মাথ💃াতেই ভাঙে দাম্পত্য। প্রেম আর বিয়েতে কি আজও আস্থা রয়েছে ইন্দ্রাশিসের? অভিনেতা অকপটে বললেন,'আমি এখনও সেই মানসিক পরিস্থিতিতে পৌঁছায়নি। নতুন করে প্রেম-দাম্পত্য নিয়ে ভাবব, সেই অবস্থায় নেই। এটা তো মেকানিক্যাল ব্যাপার নয়, খুব অর্গ্যানিক একটা অনুভূতি। সেটার জন্য যে মেন্টাল ক্যাপাসিটি দরকার, সেটা আপাতত নেই। একটু সময় লাগবে। এক্ষুণি জীবনে তেমন কিছু ঘটেনি, যে নতুন শুরুর কথা ভাবব'।
জন্মদিনে ইন্দ্রাশিসের পাশে নেই পরিবার।༺ পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাবা-মা, ভাই সকলেই গিয়েছেন ঝারগ্রামে। কলকাতায় ইন্দ্রাশিস একা। মিস করছেন পরিবারকে। সন্ধ্যায় স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। এটাই তাঁদের রীতি। এর বাইরে কোনও পরিকল্পনা নেই।
ইন্দ্রাশিসকে শেষ ছোটপর্দায় দেখা গিয়েছিল হর গৌরী পাইস হোটেলে। সপ্তাহ খানেকের মধ্যেই এই শো থেকে সরে দাঁড়ান অভিনেতা। সেই নিয়েও কম বিতর্ক হয়নি। টিভির পর্দায় কামব্যাক নিয়ে ইন্দ্রাশিস বলেলন, 'টেলিভিশন আমার ভালোবাসা। আমি জীবনে যেটুকু যা পেরিছি অর্জন করতে, সেটার ৯৫% টেলিভিশন দিয়েছে। আমাকে যে সিনেমাকেও কাস্ট করা হয়েছে, সেটাও টেলিভিশনের কাজ দেখেই। তাই টেলিভিশন যতদিন আমাকে ছাড়বে না, আমিও ছাড়ব না। তবে এখনও নতুন কোনও কাজের কথা পাকা হয়নি। আসলে পায়ের সমস্যܫার জন্য আমাকে ৩ মাসের লম্বা ব্রেক নিতে হয়েছিল। এখন নতুন সুযোগ এলে ছাড়বার প্রশ্নই নেই'।