শুটিংয়ের ফাঁকে তখন বিরতি চলছে। আর কিছুপরেই সেদিনের মতো কাজ শেষ💧। এ যেন পড়ে পাওয়া ১৪ আনার মতো আনন্দের ব্যাপার। তারই মাঝে HT বাংলার মুখোমুখি হলেন মাফিন চক্রবর্তী।
কেমন আছেন?
মাফিন: ভীষণ ভালো। আর কিছুক্ষণ পর ছুটি।🍌 তাই আরও ভালো আছি। (হাসি)
এতদিন পর ব্রেক নিয়ে তবে কাজে ফিরলেন?
মাফিন: ব্রেক কিন্তু আমি নিইনি। ৭ মাসের ছু🦋টিকে কি ব্রেক নেওয়া বলে? জানি না। যখন রটে গিয়েছিল যে আমি নাকি কাজ করছি না, ব্রেক নিয়েছি, ইত্যাদি, প্রভৃতি আমি কিন্তু আদতেই কালার্সের একটি মেগায় কাজ করছি। মানে লোকজন কি কেবলই ওই দুটো চ্যানেল দেখবে? তার বাইরে কাজ করলে সেটা কেউ জানবে না?
ঠিকই, সাহিত্যের সেরা সময় নিয়ে আপনার কী মত? এটা মানুষের উপর কেমন প্রভাব ফেলছে বলে মনে করছেন?
মাফিন: দেখুন, বইতে পড়া আর চোখে দেখা দুটো আলাদা বিষয়। যেটা মানুষ চোখে দেখে না সেটার একটা আলা🍷দা ইম্প্যাক্ট হয়। আজ যদি কিশোর কিশোরীরা বা যুবক যুবতীরাও যদি এটা দেখে তাঁরা দেখেই অনেক কিছু জানতে পারবেন। আমি মনে করি সাহিত্য নিয়ে ক👍াজ করা উচিত। আরও বেশি করে কাজ করা উচিত। প্রথম সারির চ্যানেলে এমন কাজ হলে সেটা মানুষের কাছে আরও বেশি পৌঁছবে।
একটা সময় নিজেই বলেছিলেন যে মায়ের চরিত্রে কাজ করতে চান না, তাহলে এই সিদ্ধান্ত বদল কেন?
মাফিন: মায়ের চরিত্রে এতে আমি প্রথমবার কাজ করছি। আমি যখন এই কাজ শুরু করি তখন 🐲আমার বাচ্চারা ছোট। তারপরও গল্প লিপ নিয়ে এগিয়ে গিয়েছে। ছেলে মেয়েরা বড় হয়েছে। আগেও একবার এমন হয়েছিল জানেন। তখনও গল্প ১২ বছর লিপ নিয়েছিল। আমায় মা দেখাতে চেয়েছিল সেই সিরিয়ালে। আমি কাজটাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমারও তো বয়স হচ্ছে। মানসিকতা, সিদ্ধান্ত বদল হচ্ছে। তবে এটা সাহিত্য ভিত্ত🅷িক বলেই করছি। কিন্তু আজকাল...
বলুন
মাফিন: আজকাল অনেক মডার্ন ধারাবাহিকে দেখা যায় অনেক বাচ্চা মেয়েরা মায়ের চরিত্রে অভিনয় করছে, কিন্তু কোনও বাচ্চা ছেলেকে বাবার চরিত্রে দেখা যায় না। কেন বলুন তো? সিরিয়াল কি আমাদের তবে আবার পিছিয়ে দিচ্ছে। আমরা কি আবার ৩ꩲ০-৪০ দশকে পিছিয🃏়ে যাচ্ছি?
একটা জরুরি প্রশ্ন তুললেন বটে মাফিন! কিন্তু যখন উনি সিরিয়ালের প♍্রসঙ্গে কথা তুললেন তো সেই বিষয়ে একটি প্রশ্ন করলাম তাঁকে।
আজকাল এত এটি দ্রুত ধারাবাহিক শেষ হওয়ার কারণ?
মাফিন: এটা ভীষণ খারাপ একটা সময়। একটা ধারাবাহিককে সময় দেওয়া উচিত। দু তিন মাস চলল না, টিআরপি পেল না বলে সিরিয়াল বন্ধ করে দেবে? চ্যানেলের জানি না ☂কিন্তু প্রযোজকদের অবশ্যই ক্ষতি হয়𝓰। তবে এটাও ঠিক গল্পের ধরন পাল্টানো উচিত। আবার অন্য একটা দিকও আছে।
কী?
মাফিন: দর্শকরাই কিন্তু ২-৩ টে বিয়ে দেখতে চান। আপনি সাধারণ প্লটের দুর্দান্ত এক🐬টি গল্প পেশ করুন দর্শক কিন্তু দেখবে না। টিআরপি পাবে ন𝕴া। আর চ্যানেলও তো দিন শেষে ব্যবসা করতে এসেছে।
কত দিন হল এই পেশায়?
মাফিন: পনের বছরের বেশি।
আসা কীভাবে?
মাফিন: আমি ছোট থেকেই নাচ করি। আমার নাচের একটি স্কুল আছে। ফলে একটা ইচ্ছে তো ছিলই। এরপর ২০০৫ সালে মিস ক্যালকাটা হই। তখন মডেলিং করার ইচ্ছে ছিল।⛄ এরপরই কাজের সুযোগ আসে।
এতদিন এই জগতে হয়ে গেল তাও নিজেকে ফিট রেখেছেন কীভাবে? কোনও গোপন মন্ত্র?
মাফিন: লোককে রোগা করি, আমি যদি নিজেকে🀅 ফিট না রাখি সবাই আমায় মানবে কেন?
অভিনেত্রী না হলে কী হতেন?
মাফিন: নাচের শিক্ষাগুরু𒊎 বা বিমান সেবিকা। আমার দাদা🏅 তো ক্ষ্যাপাতো, বলতো তুই যখন বিমান সেবিকাই হবি তাহলে বাড়ির কাজ কর। (হাসি)
মাফিনের কাছে সম্পর্ক কী?
মাফিন: তাঁকে সময় দেওয়া। যে কাছে আছে সে যে সম্পর্কের হোক তাঁকে সময় দেওয়া। কেউ পাশে বসে আর আমি ফোনে ডুবে এটা পছন্দ নয়। কেউ সঙ্গে থাকলে জমিয়ে আড্ডা হলে আমি ফোনের দি🌱কে ঘুরে তাকাই না।
আগামীতে কী পরিকল্পনা?
মাফিন: আমি বরাবরই বেছে কাজ করি। কম কাজ করি। সিরিজে কাজ করার💜 ইচ্ছে আছে। এখনও হয়ে ওঠেনি। দেཧখি। জীবনের গতি যেদিকে নিয়ে যাবে সেদিকেই বইব।