ভাঙা মনের যন্ত্রণাই নাকি জুড়ে দিয়েছে দুজনকে! টেলিপাড়ায় জোর গুঞ্জন ফুলকির সেটে নাকি এখন ভালোবাসার ফুল ফুটেছে। শোবিজ দুনিয়ায় সম্পর্কের ভাঙাগড়া নতুন নয়। দিন কয়েক আগেই সামনে এসেছে ফুলকির নায়ক অভিষেক বোসের ব্রেকআপের কথা। বছর কয়েক ধরেই অভিনেত্রী সুরিভ মল্লিকের সঙ্গে সম্পর্কে ছিলেন ছোটপর্দার এই নায়ক। এই বছর ডিসেম্বরে দুজনের বিয়ের কথ🎉াও পাকা ছিল। কিন্তু সে-সব অতীত!
সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেছেন, মুছেছেন ছবিও। ব্রেকআপ নিয়ে সুরভির কাছে প্রশ্ন ♎রাখা হলেও তিনি মুখে কুলুপ আঁটেন। ওদিকে ফুলকির সেটের আরও এক তারকার সম্পর্ক ভেঙেছে সম্প্রতি। টেলিপাড়ার অতি পরিচিত মুখ শার্লি মোদক। ভাগ্যলক্ষ্মী খ্যাত নায়িকা সাত বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। মৃত্যুঞ্জয়ের সঙ্গে তাঁর সম্পর্ক এখন অতীত। এর মাঝেই চর্চা ব্রেকআপ যন্ত্রণাই নাকি কাছাকাছি এনেছে অভিষেক-শার্লিকে। পরস্পরকে মন দিয়েছেন তাঁরা। সত্যি কি তাই?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হিন্দুস্তান টাইমস বাংলা যোগাযোগ করেছিল শার্লির সঙ্গে। প্রশ্ন শুনেই বেশ অবাক ফুলকির খলনায়িকা। শার্লি জানালেন, ‘সত্যি বলতে এই মূহূর্তে আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। প্রেম নিয়ে এখন প্রকাশ্যে কিছু না বলাই ভালো। কেরিয়ারই এখন আমার মূল ফোকাস। মন দিয়ে কাজ করতে চাই। একটা সময় ছোট ছিলাম, প্রেম করেছি- সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও রাখঢাক রাখিনি। কিন্তু এখন মনে হয়, আমি এখন পরিণত। প্রপার সেটেলমেন্ট না হওয়ার পর্যন্ত রিলেশনশিপ নিয়ে কোনওভাবেই কাউকে জানতে চাই না, বলা ভালো কাউকে কনফিউজ করতে চাই ♈না। কেন আগে ব্রেকআপ হয়েছে, এখন নতুন সম্পর্কে আছি কিনা, কিছুই বলতে চাই না’।
মৃত্যুঞ্জয়ের সঙ্গে ৭ বছরের সম্পর্কে ইতি! কী শিখলেন শার্লি? তাঁর কথায়, 'ভালো-খারাপ অনেককিছুই শিখেছি। যে কোনও সম্পর্ক থেকে আমি ভালꦏোটাই শিখতে চাই। সেটাই মনে রাখব। ভালোটা হল, মানুষকে চেনা, জীবন পথে কীভাবে চলা যায়। একটা সময় বাবা-মা'কে ছাড়া কলকাতায় ছিলাম, একজন আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। আমার কেরিয়ারেও সাপোর্ট করেছে। তারপর সে যখন পাশে ছিল না, তখন একা কী করে বাঁচা যায় সেটাও শিখেছি। আমি পুরোনো সম্পর্ক থেকে খারাপ কিছু মনে রাখতে চাই না'।
অভিষেকের সঙ্গে প্রেমচর্চা, তাঁদের বন্ধুত্বে যেন প্রভাব না ফেলে সেটাই চান শার্লি। বললেন, 'অভিষেকদার সঙ্গে আমার পরিচিতি একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সূত্রে। ওই মুখচেনা ছিল আর কী! বেশকিছু অ্য়াওয়ার্ড ফাংশনে দেখা হয়েছে। কিন্তু সেই অর্থে বন্ধুত্ব ফুলকির সূত্র ধরেই। একটা কথাই বলব, আমি চাই না আমাদের নিয়ে এই অহেতুক চর্চাগুলো আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করে দিক। অভিষেকদা 💙আমার ভালো বন্ধু'।