সোমবার সন্ধ্য়ায় আচমকাই মাথায় হাত পড়ে জগদ্ধাত্রী ভক্তদের, একে তো জ্যাস সান্যালের মৃত্যুর দৃশ্য দেখে চোখ ছানাবড়া তাঁদের। গোঁদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে পরিণীতার স্লট! হ্যাঁ, সোমবার জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় সামনে আনা হয় আসন্ন মেগা পরিণীতার স্লট, দেখা যায় ১১ নভেম্বর থেকে সন্ধ্যা ৭টায় অর্থাৎ জগদ্ধাত্রীর জায়গায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আরও পড়ুন-হিরোর ভাই নয়, এಌবার লিড চরিত্রে উদয়! জি বাংলার পরিণীতার নায়িকা কে? বন্ধ হবে এই জনপ্রিয় মেগা
সেই নিয়ে নিমেষেই ক্ষোভ উগরে দেয় ফ্যানেরা। দু-বছর পেরিয়েও জি বাংলার অন্যতম সফল মেগা জগদ্ধাত্রী। গত সপ্তাহেও চতুর্থ স্থান জায়গা করে নিয়েছিল জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ। তারপরেও এমন হঠকারি সিদ্ধান্ত? ঘণ্টাখানেকের মধ্যেই টনক নড়ে চ্যানেল ক🐬র্তৃপক্ষর, মুছে ফেলা হয় পরিণীতার স্লট প্রোমো। তারপর থেকে চ্যানেলে পরিণীতার যে প্রোমো সম্প্রচার করা হচ্ছে সেখানেও টেলিকাস্টের বিরবণী দেওয়া নেই!
তাতেও আশ্বস্ত হতে পারছে না জগদ্ধাত্রী ভক্তরা। সত্যি কি শেষ হচ্ছে এই মেগা? জানতে হিন্দুস্তান টাইমস বাংলা যোগাযোগ করেছিল স্বয়ম্ভূ অর্থাৎ অভিনেতা সৌম্যদীপের সঙ্গে। ফোন ধরেই নায়কের সটান জবাব, ‘আমি তো জানি জগদ্ধাত্রী শেষ হচ্ছে না। আপতত এইটুকুই।’ সিরিয়ালের কি স্লট পরিবর্তন হবে? সেই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ꧙তাঁর ধারণা সন্ধ্যা ৭টার স্লটেই চলবে জগদ্ধাত্রী।
পর্দার জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতার মুখেও একই বুলি। তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘তোমরা যেমন সোশ্যালে দেখেছিলে, আমিও তেমন পরিণীতার টাইমিং-এর কথা সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারি। জগদ্ধাত্রী বন্ধ হচ্ছে, এমন কোনও খবর চ্যানেল বা প্রযোজনা সংস্থা আমাকে 🙈জানায়নি।’ আগামী দু-তিন দিনের মধ্যেই ছবিটা স্পষ্ট হবে বলে ধারণা।
ওদিকে জগদ্ধাত্রীর গল্পে এখন টানটান উত্তেজনা। জগদ্ধাত্রীর মৃত্যু (আপতত তেমনটাই দেখানো হচ্ছে), এনআইটিইউ-তে তাঁর সন্তান! এই পরিস্থিতিতে জগদ্ধাত্রীর মৃত্যুর তদন্তের ভার ডিপার্টমেন্ট দিয়েছে স্বয়ম্ভূকে। সেই প্রসঙ্গে সৌম্যদীপ জানালেন, 'খুব চ্যালেঞ্জিং, ইমোশ্যানাল ড🌌িলেমা চলছে স্বয়ম্ভূর। সন্তান এনআইটিউ-তে, ১০৭ দিন পর রিকভার করার জায়গা। বডি পোস্টমর্টেমে গেছে। স্বভাবতই আমি ভেঙে পড়েছি, তার মধ্যে থেকে ডিপার্টমেন্ট আমাকে গুরু দায়িত্ব দিয়েছে কে এই খুনের পিছনে তা খুঁজে বার করার। সব মিলিয়ে খুব ইমোশ্যানাল জায়গা, দিন দিন স্বয়ম্ভূ ম্যাচিওর হচ্ছে, কৌশিকিদি পাশে রয়েছে, গোটা মুখার্জি পরিবার সঙ্গে রয়েছে। এই জায়গাটা সত্যি কঠিন আমার জন্য'।
সত্যি কি মারা গেছে জগদ্ধাত্রী? নাকি ফিনিক্স পাখির মতো ফিরে আসবে 🐬জ্যাস। আপতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে ফ্যানেরা। একইসঙ্গে ঝুলে রয়েছে এই মেগার ভবিষ্যতের প্রশ্নও। ওদিকে রায়ান ও পারুলের গল্প নিয়ে শুরু হচ্ছে পরিণীতা। যে মেগায় লিড রোলে থাকছেন উদয় প্রতাপ সিং ও নবাগতা ঈশানি। এছাড়াও জি বাংলায় নতুন মেগা নিয়ে ফিরছেন আদৃত। সিরিয়ালের নাম মিত্তির বাড়ি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজের এই ধারাবাহিকে আদৃতের বিপরীতে রয়েছেন পারিজাত।