এই মুহূর্তে স্টার জলসার একমাত্র ভক্তিমূলক মেগা সিরিয়াল ‘রামপ্রসাদ’। তবে সব্যসাচী চৌধুরীকে আর বেশিদিন রামপ্রসাদের ভূমিকায় দেখতে পাবে না দর্শক। ‘রামপ্রসাদ’-এর পরিচালক বদল হয়েছিল দিনকয়েক আগেই। আর এবার সিরিয়াল হ্যাঁ, এই সপ্তাহেই নাকি চিরকালের মতো বিদায় নিচ্ছে স্টার জলসার এই মেগা সিরিয়াল। আরও পড়ুন-এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অ꧙কায়কে নিয়ে দেশে ফিরলেন বিরাট ঘরণী
💦২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হয়েছিল ‘রামপ্রসাদ’। এই সিরিয়ালের হাত ধরেই ঐন্দ্রিলার মৃত্যুশোক চেপে অভিনয়ের জগতে কামব্যাক করেছিলেন সব্যসাচী। অবশেষে একটা অধ্যায়ের সমাপ্তি। হিন্দুস্তান টাইমস বাংলাকে টেলিপাড়ার অন্দরের একজন জানিয়েছেন, ‘চ্যানেল ও প্রযোজনা সংস্থা (সুরিন্দর ফিল্মস) রামপ্রসাদ শেষ করে সেই জায়গাতেই নতুন ভক্তিমূলক মেগা নিয়ে আসছে। স্লট বদল ঘটছে না, শুধু বদলে যাবে গল্প’।
হ্যাঁ, এবার রামকৃষ্ণ൲ পরমহংসদেবের গল্পকে পর্দায় তুলে ধরবে জলসা। সিরিয়ালের নাম ‘ভক্তির সাগর’। ইতিমধ্যেই কাস্টিং চূড়ান্ত। জানা যাচ্ছে, এই মেগার প্রোমোও ইতিমধ্যেই শ্যুট হয়ে গিয়েছে। দু-এক দিনের মধ্যেই অন-এয়ার হবে সেই প্রোমো। রামকৃষ্ণকে ঘিরে যে মেগা সিরিয়াল তৈরি হচ্ছে তা শুরু হবে রামকৃষ্ণর একদম ছেলেবেলা থেকে। সূত্র বলছে এই সিরিয়ালে রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্ট🐠োপাধ্যায়ের চরিত্রে থাকবেন ঋজু বিশ্বাস আর মায়ের চরিত্রে দেখা মিলবে রত্নাপ্রিয়া দাসের। গোধূলি আলাপের পর এই সিরিয়ালের সঙ্গেই ফের স্টার জলসার পর্দায় ফিরবে ঋজু। তবে তাঁকে মূলত দেখা যাবে এক্সটেন্ডেড ক্যামিওতে। কারণ গদাধর বড় হলে তাঁকে ঘিরেই এগোবে কাহিনি।
গত বছর সেপ্টেম্বরে স্লট বদল হয়েছিল রামপ্রসাদের। তোমাদের রানিকে জায়গা করে দিতে আধ ঘন্টা এগিয়ে বিকাল ৫.৩০টার স্লটে নিয়ে আসা হয়েছিল সব্যসাচী-সুস্মিলি অভিনীত মেগাকে। কিন্তু এবার পাকাপাকিভাবে গল্পে ইতি টানল। এই ব্যাপারে বিস্তারিত জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল রামপ্রসাদের মা কালী পায়েল দে-র সঙ্গে। অভিনেত্রীর সাফ কথা, এই ব্যাপারে তাঁকে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে ক🦋িছু জানায়নি। গোটা বিষয় নিয়ে এখনই মন্তব্য কর❀তে পারবেন না তিনি।
রামপ্রসাদের টিআ♈রপি বাড়াতে মাস খানেক আগে গল্পে রানি ভবানী হয়ে এন্ট্রি নিয়েছিলেন তিয়াসা লেপচা। শুরুতে মাত্র কয়েকটা এপিসোডে থাকার কথা ছিল তাঁর, তবে পরে সেই ট্র্যাককে আরও এগিয়ে নিয়ে যান নির্মাতারা। তবে শত চেষ্টার পরেও𒁃 দিদি নম্বর ১-এর বিপরীতে এঁটে ওঠা সহজ হয়নি। তাই অকালেই ঝাঁপ বন্ধ হচ্ছে এই মেগার। গোটা ঘটনায় হতাশ সিরিয়ালের কলাকুশলীরা। জানা যাচ্ছে, রামপ্রসাদের সেটেই হবে রামকৃষ্ণর শ্যুটিং। খুব সম্ভবত আগামী সপ্তাহে, ২৩শে এপ্রিল থেকে শুরু হবে রামকৃষ্ণের গল্প ‘ভক্তির সাগর’। রামপ্রসাদের শেষ এপিসোডেই দেখানো হবে ১০০ বছর এগিয়ে যাচ্ছে গল্প, এবং পরদিন থেকে শুরু হবে রামকৃষ্ণর কাহিনি।