൩ যুবভারতীর ভিআইপি গেটের ২০০ মিটার দূরেই শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হয়েছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। তারপরও পুলিশের লাঠিচার্জ। তাড়া করে পুলিশ। অনেককে আটক করা হয়েছে। মহিলাদের উপরেও লাঠিচার্জ।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএদিন জমায়েতে হাজির হয়েছিলেন টলিউডের অভিনেত্রী উষসী চক্রবর্তী, সৌরভ পালোধি। নিজের চোখেই দেখেছেন কীভাবে শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালায় পুলিশ। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে উষসী বললেন, ‘লাঠিচার্জ তো আমার সামনেই হল। দেখতে পেলাম লাঠিচার্জ হচ্ছে। আমার গায়ে পড়তে পড়তে ওই জায়গাটা থেকে সরে এসেছি। আমরা খুব সাধারণ স্লোগান দিচ্ছিলাম। উই ওয়ান্ট জাস্টিস, খুব নরমাল স্লোগান, ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থরা মিলে। আমার সঙ্গে পরিচালক সৌরভ পালোধি ছিল, পরিচালক অভিষেক সাহা ছিল। আর অসংখ্য সাধারণ সমর্থকরা ছিল। কারওর হাতে আমি তো অন্তত জানি না অস্ত্র নিয়ে গিয়েছে। ডার্বি বাতিল করে দে/ মেয়েটাকে ফেরত দে-- এটা ছিল মেইন স্লোগান। সেখানে লাঠিচার্জ হল।’
𝔍‘আমি মনে করি পুলিশ এই তৎপরতা যদি সেদিন আরজি করে দেখাতেন রাত্রিবেলা, তাহলে আরজি করে এই ভাঙচুর হত না। পুলিশ যদি এই তৎপরতা খুনিদের ধরতে দেখায়, তাহলে আমার মনে হয় সমাজের অনেক বেশি উপকার হবে, ফুটবলপ্রেমীদের উপর না দেখিয়ে। আজ সন্ধেবেলা পাড়ায় পাড়ায় জমায়েত হবেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা।’, আরও যোগ করেন অভিনেত্রী।
🍬পরিচালক সৌরভ পালোধি বলেন, ‘আমার একটাই কথা বলার, পুলিশ দিতে পারবে না বলেই নাকি ডার্বিটা বাতিল করল। আর এখানে সাধারণ মানুষকে মারবে বলে, তার ৩গুন ৪গুণ পুলিশ জমায়েত করে রাখল। কী না শান্তিপূর্ণ আন্দোলন, ১৪৪ ধারা যেখানে তার অন্য জায়গায়। শুধু স্লোগান তোলা হয়েছে। কেউ নিজের জায়গা থেকে নড়েওনি। সেখানে পুলিশ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের উপর নির্মমভাবে লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করে দিল। আমরা সেই সময় ওখানে ছিলাম। এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রশাসন আর পুলিশ মন্ত্রীকে এর জবাব তো দিতেই হবে।’
♋পরিচালক অভিষেক সাহা বললেন, ‘আমি তো অবাক, একটা শান্তিপূর্ণ মিছিল এভাবে ভেঙে দেওয়া যায়! আমি তো দেখতে পারছি, প্রথমে ঘিরল ৩ দিক থেকে। ঘিরে ধরে লাঠিচার্জ শুরু করল। কিছুই করা হচ্ছে না। দাঁড়িয়ে স্লোগানই দিচ্ছে। সবচেয়ে খারাপ লাগল, এত পুলিশ দিয়েছে, এত পুলিশ মাঠে দিলে খেলাটা হয়ে যেত। এত কিছুর দরকারই পড়ত না। মানুষ যখন (প্রশাসন) যখন ভুল করতে শুরু করে, তখন সব কিছুই ভুল হয়।’