শেষ হয়েও হইল না শেষ…! Zee বাংলার পর্দায় আরও একবার ফিরছে ‘মিঠাই’। হ্যাঁ, ঠিকই শুনছেন। এমনটাই ঘটতে চলেছে। ধারাবাহিকের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। নাহ 𓆉মিঠাই-২ নয়, পুরনো 'মিঠাই'-ই পুনঃসম্প্রচারিত হবে বলে জানা যাচ্ছে।
কিন্তু কবে আসছে ‘মিঠাই’?
জানা যাচ্ছে, আগামী ১৩ নভেম্বর থেকে সম্প্রচারিত হবে 'মিঠাই' ধারাবাহিকটি। সকালে ১২.৩০ থেকে ১.৩০-পর্যন্ত ১ ঘণ্টা ধারাবাহিকটি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 'মিঠাই'-এর দুটি পর্ব একসঙ্গে দেখানো হবে। চ্যানেল কর্তৃপক্ষের তরফღে জানানো হচ্ছে 'মিঠাই'-এর জনপ্রিয়তার কথা মাথায় রেথেই ধারাব🌜াহিকটি আবারও ফেরানোর কথা ভাবা হয়েছে।
এমন খবরে প্রতিক্রিয়া জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় 'মিঠাই' খ্যꩲত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু সঙ্গে। কী বললেন 'মিঠাই' সৌমিতৃষা? 'মিঠাই' টিভির পর্দার ফেরার খবর শুনে প্রথমেই চমকে যান অভিনেত্রী। বলেন, ‘কী আসছে মিঠাই-২?’ পরে যখন তাঁকে 'মিঠাই'-এর পুনঃসম্প্রচারের কথা জানানো হয়, তখন সৌমিতৃষা বলেন, ‘এত তাড়াতাড়ি! এই তো শেষ হল। তবে খবরটা শুনে আনন্দই হল, যে মানুষের ভালোবাসায় ধারাবাহিকটি আবারও ফিরছে। এতে যাঁরা আগে দেখেননি, তাঁরাও ধারাবাহিকটি দেখতে পাবেন।'
সৌমিতৃষার কথার সূত্র ধরে প্রশ্ন করা হয়, যদি সত্যিই 'মিঠাই-২' -এর প্রস্তাব আসে, করবেন? অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে মিঠাই-২ এলে করতে পারব না। কারণ, আপাতত টেলিভিশনে কাজ করছি না। পরে হলে ভেবে দেখা যাবে। তবে সিরিয়ালে পার্ট ২ হলে সাধারণত একই অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেননা, বদলেই যায়। সাধারণত এটাই ঘটে। তবে ওয়েব বা সিনেমার ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাই মিঠাই-২ এলে যে করবে তাঁকে শুভেচ্ছা জানাব। তবে একই কাস্ট নিয়ে যদি সত্𝓰যিই কাজ হয়, তাহলেও বিষয়টা মন্দ হ✨বে না।’
প্রসঙ্গত, গত জুন মাসে শেষ হয়েছে 'মিঠাই' ধারাবাহিকটি। শেষ পর্যন্ত TRP তালিকায় উপরের দিকেই ছܫিল এই ধারাবাহিকের স্থান।&nbs💟p;