হঠাৎই তসলিমা নাসরিনের ফেসবুক প্রোফাইল ঘাঁটতে গিয়ে রীতিমত চমকে উঠেছিলাম। যা দেখছি সেটা কি সত্যিই? পছন্দের লেখিকা চলে গেলেন, কখন? একগাদা প্রশ্ন ভিড় করে আসে। তারপরই এদিক ওদিক খুঁজতে শুরু করে দেখি তিনি নিজেই এক্সে লিখেছেন। জানিয়েছেন এই সমস্যার ক♔থা। কী ঘটেছে?
আরও পড়ুন: বা𒐪রবার আবেদন করেও পাননি সাড়া, শাহকে অনুরোধ করায় কাজ হ🌼ল? ভারতে থাকার ছাড়পত্র পেলেন তসলিমা?
তসলিমার ফেসবুক প্রোফাইলকে মৃত ব্যক্তির প্রোফাইল বানালো ফেসবুক!
তসলিমা নাসরিনের প্রো🌞ফাইলে গেলেই দেখাচ্ছে 'ট্রিবিউট' জানাব কিনা। 'রিমেম্বারিং' কথাটা বড় বড় অক্ষরে দেখা যাচ্ছে । এমনটা দেখে ঘাবড়ে যাওয়ার কথা। কিন্তু কোনও অঘটন ঘটেনি। এই বিষয়ে তসলিমা নাসরিন নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'মেটা, ফেসবুক আপনারা আমার ফেসবুক প্রোফাইলকে স্মৃতি বানিয়ে দিয়েছেন, যেখানে আমি ভীষণভাবে জীবিত রয়েছি। দয়া করে এটা সরিয়ে ঠিক করুন।' সঙ্গে তিনি একটি স্ক্রিনশট পোস্ট করেছেন।
কে কী লিখেছেন?
꧟এক ব্যক্তি লেখেন, 'বেঁচে থাকতেই একটা মানুষকে মেরে দিল ফেসবুক! কী দিনকাল পড়ল বাবা রে বাবা!' আরেকজন লেখেন, 'ডিজিটাল বাংলাদেশ সব শেষ করে দিচ্ছে।' তৃতীয় ব্যক্তি মজা করে লেখেন, 'আপনি কি তবে এখন ভূত ?'
প্রসঙ্গত গত সোমবার অমিত শাহকে উদ্দেশ্য করে তসলিমা নাসরিন একটি পোস্ট করেন যে তাঁর ভারতে থাকার অনুমতি শেষ হয়ে গিয়েছে, তাও আড়াই বছর আগেই। সেটার পুনর্নবীকরণ করা প্রয়োজন। কিন্তু বারবার আবেদন করেও কাজ হয়নি। ত𒁏িনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন বিষয়টা দেখতে । এরপর তিনি এদিন একটি পোস্টে অমিত শাহকে ধন্যবাদ জানান। যদিও এটা জানাননি যে তিনি ভারতে থাকার ছাড়পত্র পেয়েছেন কিনা।