শরীর ভালো নেই হিনা খানের। স্তন ক্যাসারের থার্ড স্টেজ। কিছুদিন আগে তিনি নিজেই সে খবর ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে। তবে কাজ থেকে তাঁরꩲ অব্যহতি নেই। ইন্ডিয়ান মাইনরিটিজ ফাউন্ডেশন আয়োজিত 'নমো ভারত: ওয়াক ফর কারেজ', 'ওয়াক ফর সার্ভিস' এবং༒ 'ওয়াক ফর হেরিটেজ' অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরে তিনি র্যাম্পে হেঁটেছেন। কিন্তু সেই মঞ্চেই হয়েছে বিপত্তি।
সেই অনুষ্ঠানের শোস্টপার ছিলেন কার্তিক আরিয়ান। তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভারসাম্য হারান হিনা। কার্তিককে জড✨়িয়ে ধরে কোনও রকমে নিজেকে সামাল দেন অভিনেত্রী।
এই ভি🅺ডিয়ো প্রকাশ্যে আসতেই রেডডিট ব্যবহারকারী হিনার অনুরাগীরা তাঁদের প্রিয় নায়িকার জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিশেষ করে তিনি মাত্র চার মাস আগে তাঁর স্তন ক্যানসারের খবর দেওয়ার পর, তাঁকে এই অবস্থায় দেখে মন খারাপ ভক্তদের।
এক ভক্ত রেডডিটে একটি ক্যাপশন দিয়ে তাঁর এই ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমি হিনাকে এভাবে দেখতে সহ্য করতে পারছি না... কেমোথেরাপি খুব কঠিন একটা বিষয়। আমি আশা করি ঈশ্বর ওঁকে সুস্থ হওয়ার শক্তি দ🅷েবেন।’ এই ভিডিয়োতে এক ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘এই ক♋ঠিন সময়ে স্থির থাকার জন্য ওঁকে ধন্যবাদ। শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, হিনা! আপনি অনেকের অনুপ্রেরণা!’
তাঁর একজন অনুসারী লিখেছেন, ‘ওঁকে এভাবে দেখে আমার মন ভেঙে গিয়েছে। আমি ওঁকে সবসময় সাহসী ভাবে দেখেছি। হিনা এখনও ইনস্টাগ্রামে ওঁর শক্তিশালী দিকটুকুই দেখান!’ অন্য একজন ভক্ত লিখেছেন, ‘সকলে ওঁর জন্য কেন উদ্বিগ্ন বোধ করে তা আমি বুঝতে পারি, কিন্তু আমার মনে হয়ඣ সেরকম কিছু হয়নি। হিনা কেবল স্লিপ করে পড়ে যাচ্ছিলেন, এবং কার্তিক তাঁকে সাহায্য করেন। আমি প্রশংসা করি ওঁর সাহসের, এত কিছুর মধ্যেও হিনা নিজেকে যে ভাবে শান্ত রেখেছেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’
প্রসঙ্গত, জুনের শুরুতে হিনা একটি ইনস্ꩲটাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসার কথা প্রকাশ♈ করেছিলেন। তাঁর পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘হ্যালো সবাইকে, সম্প্রতি আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যাঁরা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রী স্তন ক্যানসার ধরা পড়েছে।’
আরও পড়ুন: মুখ খুলে মমতাকে ‘অসম্মান’ করতে চান ন🍸া, উৎসব-বিতর্কে তাই নীরবতা বজায় রাখলেন সোহম
উল্লেখ্য এই অনুষ্ঠানে হিনা বলেন, ‘আমরা সবাই কোনও না কোনও পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি বা কোনও না কোনও কারণে বেঁচে রয়েছি। আমি যুদ্ধ করছি এবং একদিন আমিও বেঁচে যাব… এই চলা আমাকে সাহস জোগায়। আমার যাত্রা সহজ নয়... কেমো খুব কঠিন একটা বিষয়। তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি। ঈশ্বরও আমাকে ফিরে আসার শক্তি দিয়েছেনﷺ।’