২০০৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'মুন্নাভাই এমবিবিএস'। দর্শকদের🤡 হৃদয় ছোঁয়ার পাশাপাশি বক্স অফিসেও তুফান তুলেছিল সেই ছবি। আসমুদ্রহিমাচল ভারত বুঁদ হয়েছিল 'মুন্না' এবং 'সার্কিট' জ্বরে, এই ছবির সুবাদে। মুক্তির এত বছর পরেও রাজকুমার হিরানি পরিচালিত সেই ছবির ম্যাজিক আজও 🦩অটুট। তবে জানেন কি 'মুন্নাভাই এমবিবিএস' ছবির শেষেই ওই হাসপাতালের এক নার্সকেই তড়িঘড়ি বিয়ে করে ফেলেছিলেন 'সার্কিট'!
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি অ🍒্যাকাউন্ট থেকে এই ছবির বিষয়ে একটি মজার তথ্য শেয়ার করা হয়েছে। যা জেনে চমকে উঠেছে 'মুন্নাভাই' প্রেমীরা। তা কী সেই তথ্য? এই ছবির শেষে দেখা যায় 'মুন্না' ওরফে সঞ্জয় দত্তের সঙ্গে 'ডা. সুমন' অর্থাৎ গ্রেসি সিংয়ের বিয়েটা হয়েই যায়। অন্যদিকে, বসে থাকে না 'সার্কিট'-ও। সেও তড়িঘড়ি একজনকে বিয়ে করে ফেলে। কয়েক বছর পর তাঁদের এক সন্তানও জন্মায়, যাকে আদর করে নাম দেওয়া হয় 'শর্ট সার্কিট'! সে ছবিও দেখানো হয় ছবির একদম শেষে। তা সত্ত্বেও কাকে বিয়ে করলেন 'সার্কিট' ওরফে আরশাদ ওয়ার্সি, সে ব্যাপারে উঠেছিল প্রশ্ন। এতদিনে তাঁর সমাধান হলো।
ইনস্টাগ্রামের ওই অ্যাকাউন্ট থেকে দুটি ছবি পোস্ট করা করা হয়েছে। একটি ছবিতে কোলে 'শর্ট সার্কিট'-কে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন 'সার্কিট'। পাশে তাঁর সেই স্ত্রী। অন্যদিকে, মেডিকেল কলেজের এক নার্সের ছবি। সেই মেডিকেল কলেজ যেখানে 'মুন্না' এই ছবি জুড়ে তাঁর সমস্ত কর্মকান্ড দাপিয়ে করে বেড়িয়েছেন। একটু মন দিয়ে দেখলে বোঝা যাবে ছবির দুই মহিলাই আসলে এক! অর্থাৎ মেডিকেল কলেজের সেই নার্সকেই বিয়ে করে নিয়েছিলেন 'সার্কিটবাবু'! ছবির ক্যাপশনেও দর্শকদের উদ্দেশে একটি মজাদার প্রশ্ন রাখা ꧂হয়েছে। জিজ্ঞেস করা হয়েছে 'কবে বুঝতে পেরেছিলেন মেডিকেল কলেজের সেই নার্সের সঙ্গেই শেষপর্যন্ত বিয়েটা সেরে ফেলেছিলেন সার্কিট?'
স্বাভাবিকভাবে এই তথ্য জানতে পেরে যারপরনাই বিস্মিত হয়েছে দর্শকের দল। নেটদুনিয়ায় এই𓃲 পোস্ট ভাইরাল হওয়ার পাশাপাশি ছবির কমেন্ট বক্সে ভেসে এসেছে নেটিজেনদের মজাদার সব মন্তব্য। অধিকাংশ ব্যক্তি যেমন স্বীকার করে নিয়েছেন এতো বছর তাঁরা এই ব্যাপারখানা খেয়ালই করেননি। আবার কেউ কেউ মজা করে লিখেছেন যে ডা 'মুন্না' যেখানে একজন ডাক্তারকে বিয়ে করলেন সেখানে অন্তত একজন নার্সকে তো বিয়ে করতেই হতো ছোটভাই 'সার্কিট'-কে।