𓄧আরজি কর হাসপাতালে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। তাঁর হয়ে বিচার চেয়ে বহু মানুষ পথে নেমেছিলেন। তাছাড়াও এই ঘটনায় বি-টানের সেলেবরাও নানা কথা বলেন। আলিয়া ভাট থেকে করিনা কাপুর নানা পোস্ট করেন। এই ঘটনায় আক্ষেপ প্রকাশ করে আয়ুষ্মান খুয়ানাও নিজ ভঙ্গিমায় প্রতিবাদ জানান। তিনি একটি কবিতা পাঠ করেন, এবং সেটি পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার তাঁর পদাঙ্ক অনুসরণ করেই সুর চড়ালেন বলিউড অভিনেতা এবং পরিচালক ফারহান আখতারও।
🗹তিনিও একটি আবেগপূর্ণ কবিতা লিখে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'একজন তরুণ ডাক্তারের স্মরণে।'
তিনি লিখেছেন:
💛'আমি যখন ছিন্নভিন্ন স্বপ্ন এবং অসমাপ্ত গানের মধ্যে চলে যাব তখন আমার জন্য কথা বলুন
🌞অর্ধেক লেখা কবিতার খালি ক্যানভাস কিংবা জন্মের প্রতিশ্রুতি নিয়ে আসা একটা মৃত বিড়ালছানা
ওঅগ্নিকাণ্ডের কথা বলুন, অবাস্তব উচ্চাকাঙ্ক্ষার ক্ষয়প্রাপ্ত আকাঙ্ক্ষার কথা বলুন
ꦓআমি চলে গেলে আমার জন্য কথা বলুন, আমি চলে গেলে আমার কথা বলুন।'
আরও পড়ুন: ♚ট্রেলার লঞ্চের সময় কেন সাংবাদিকের উপর চটে ছিলেন জন? নিজের মুখেই জানালেন নায়ক
🍌ঋত্বিক রোশনও তাঁর এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'হ্যাঁ আমরা এমন একটা সমাজ চাই যেখানে সবাই সমান ভাবে সুরক্ষিত থাকবে, একই রকম ভাবে নিরাপত্তা বোধ করবে। আশাকরি একদিন ঠিক হবে, আমাদের ছেলে ও মেয়েদের সংবেদনশীল এবং ক্ষমতায়নের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে৷ নিশ্চয়ই আগামী প্রজন্ম ভালো হবে।'
🏅আলিয়া ভাটও পোস্টে লেখেন, 'আবারও একটি পাশবিক ধর্ষণ। আবারও একটা দিন মনে করিয়ে দিল মেয়েরা নিরাপদ নয়। নির্ভয়া কাণ্ড ঘটে যাওয়ার দশ বছর পরেও যে কিছু বদলায়নি সেটা আবার বুঝিয়ে দিল ওরা।'
আরও পড়ুন: 🌠১৫ কেজি ওজন কীভাবে কমিয়েছেন মোনা সিং! নিজের মুখেই অভিনেত্রী ফাঁস করলেন সিক্রেট
꧃তিনি একটি পরিসংখ্যান দেন যে মেডিকো হিসেবে কত মহিলা দেশে কাজ করছেন, প্রশ্ন তোলেন তাঁরা এবং অন্যান্য মহিলারা কেন নিরাপদ নয় তাঁদের কাজের জায়গায়, পথে ঘাটে। একই সঙ্গে নারী নিরাপত্তায় জোর দেওয়ার কথাও বলেন নায়িকা।